WhatsApp: বিগত কয়েকমাসে একাধিক ফিচার নিয়ে কাজকর্ম শুরু করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) সংস্থা। সম্প্রতি একটি নতুন ফিচারের কথা প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা এখন এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে ইউজার দেখতে পাবেন তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা কারা সম্প্রতি অনলাইন রয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। তারা একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। সেখানে একটি কনট্যাক্টের তালিকা রয়েছে। যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ রয়েছেন তাঁদের নাম দেখা যাবে এই তালিকায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য কার্যকরী হবে। কখনও প্রয়োজন হলে এই তালিকা থেকেই দেখে নেওয়া যাবে কারা সেই নির্দিষ্ট সময়ে অনলাইন রয়েছে। ফলে আপনি বুঝতে পারবেন কাদের মেসেজ করলে জবাব পেতে পারেন। কিংবা হোয়াটসঅ্যাপে ফোন করলে তার উত্তর পেতে পারেন। ইউজারকে খুঁজে দেখতে হবে না তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা কারা অনলাইন আছেন। তার ফলে প্রয়োজনের ক্ষেত্রে কিছুটা সময় বাঁচানো সম্ভব হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp: আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কারা হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন? দেখা যাবে নতুন ফিচারের সাহায্যে
ABP Ananda
Updated at:
17 Apr 2024 03:25 PM (IST)
Edited By: Sohini Chakrabarty
WhatsApp Features: আপাতত অ্যান্ড্রয়েড মাধ্যমেই এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। বিটা ভার্সানে নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে উপলব্ধও হয়েছে এই ফিচার। তবে সকলের জন্য এখনও চালু হয়নি।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
NEXT
PREV
আপাতত অ্যান্ড্রয়েড মাধ্যমেই এই ফিচার নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। বিটা ভার্সানে নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে উপলব্ধও হয়েছে এই ফিচার। তবে সকলের জন্য এখনও চালু হয়নি। যদিও বিটা টেস্টারদের কাছে যখন এই ফিচার পৌঁছে গিয়েছে, অনুমান হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে বেশি দেরি নেই। আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার কবে লঞ্চ হতে পারে, আদৌ লঞ্চ হবে কিনা, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে এআই যুক্ত চ্যাটবোট, ইউজাররা কী কী সুবিধা পাবেন
নির্দিষ্ট ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেটা এআই চ্যাটবোট (Meta AI Chatbot) ফিচার। হোয়াটসঅ্যাপের সার্চ বার (Search Bar) সেকশনে দেখা দেখা যাবে এই ফিচার। ইউজাররা চাইলে মেটা এআই চ্যাটবোটের মাধ্যমের তাঁদের যাবতীয় জিজ্ঞাসা বা প্রশ্ন করতে পারেন। আর্টিফিশিয়াল ইটেলিজেন্স (Artificial Itelligence) প্রযুক্তি যুক্ত এই ফিচার কাজ করবে চ্যাটজিপিটি- র মতো। হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মেটা এআই চ্যাটবোটের সাপোর্ট লক্ষ্য করা যাবে। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ডিএম বা ডিরেক্ট মেসেজ ফিচারের ক্ষেত্রে নতুন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ইনস্টাগ্রামে ডিএম সেকশনের সার্চ বারে এইআই চ্যাটবোট খুঁজে পাবেন ইউজাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
প্রযুক্তি (technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
17 Apr 2024 03:25 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -