রুমা পাল, কলকাতা : মঙ্গলবার তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও মালদা জেলায় ভোট। তার আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানিতলা থানার OC এবং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর থানার IC-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। রানিতলা থানার OC রবীন্দ্রনাথ বিশ্বাস ও হবিবপুর থানার IC দেবব্রত চক্রবর্তীকে ভোটের কোনও কাজে রাখা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছে। Lok Sabha Election 2024


কী অভিযোগ ?


রানিতলা থানার OC-র বিরুদ্ধে শাসকদলের হয়ে বাম কর্মী, সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে নালিশ জানায় বিরোধীরা। অন্যদিকে, হবিবপুর থানার IC-র বিরুদ্ধে নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করে বিজেপি। অডিও ক্লিপ জমা দিয়ে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের কাছে নালিশ জানায়। অপসারিত দুই পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এমন কোনও দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর শূন্যপদ পূরণের জন্য বিকল্প নামও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।


আগামী ৭ মে তৃতীয় দফায় রাজ্যে চারটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। ভোটগ্রহণ করা হবে-  মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে। এছাড়া ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে।


কমিশনের পদক্ষেপ আগেও-


এর আগে আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার দুই পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আনন্দপুরে বিজেপি নেত্রীকে কোপানোর ঘটনায় অভিযোগ জানিয়েছিল বিজেপি। অন্যদিকে, ডায়মন্ড হারবারের সরিষায় দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকটি দোকান পোড়ানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় গ্রেফতার হন বিজেপির মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন কর্মী, সমর্থক।


মিথ্যা অভিযোগে দলীয় নেতা, কর্মীকে ফাঁসানোর অভিযোগ তোলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। ডায়মন্ড হারবার থানার IC শুভাশিস ঘোষের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানান। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের কাজে রাখা যাবে না আনন্দপুর থানার OC সুমন দে ও ডায়মন্ড হারবার থানার IC শুভাশিস ঘোষকে। 

এপ্রসঙ্গে গতকালই দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এমন পুলিশ আধিকারিক আছেন যাঁরা খোলাখুলি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন। এঁদেরকে আরও কয়েক বছর চাকরি করতে হবে। তারপর খোলা মাঠে আসতে হবে, তখন হিসেব বুঝে নেব।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।