কলকাতা: কয়েক মিনিটের 'মিনি টর্নেডো-তে বিপর্যস্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির (Jalpaiguri) বিস্তীর্ণ এলাকা। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে ঘরছাড়া হয়েছে অনেক পরিবার। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরগুলিতে থাকা বিভিন্ন দরকারি কাগজপত্রও খুঁজে পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন পরিচয়পত্র নিয়ে লোকসভা ভোট দেবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে। তাঁদের সেই চিন্তার অবসান ঘটাল ভারতের জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। রবিবার হয়ে যাওয়া মিনি টর্নেডো-তে বিপর্যস্ত মানুষদের আশ্বস্ত করে ঘোষণা করল জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি (Maynaguri) ও অন্যান্য যে সমস্ত জায়গায় ঝড়ের (storm) কারণে বিপর্যয় ঘটেছে, যাদের ভোটার কার্ড (voter cards) বা অন্যান্য কাগজপত্র নষ্ট হয়ে গেছে। সেখানকার ভোটাররা শুধুমাত্র ভোটার স্লিপ (voters' slip) দেখিয়েই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। সোমবার এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানালেন, বিপর্যস্ত এলাকার মানুষরা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


প্রসঙ্গত উল্লেখ্য, একটি ভোটার স্লিপ হল এমন এক ডকুমেন্ট যার দ্বারা জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা ভোটার তালিকায় থাকা তথ্যের মাধ্যমে একজন ভোটারকে চিহ্নিত করা যায়। এই স্লিপগুলি যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলির দ্বারা বিলি করা হয় তেমনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যায়।


গত রবিবার জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন বেশকিছু এলাকায় আচমকা প্রবল ঝড়বৃষ্টি হয়। যার ফলে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। 


এপ্রসঙ্গে নির্বাচন কমিশনের একজন আধিকারিক সাংবাদিকদের জানান, এটা একটি বিপর্যয় এবং এর ফলে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষের ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি তাঁরা প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছেন। এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের ভোটার আইডেন্টিটি কার্ড হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা হারিয়ে গেছে। আমরা তাঁদের আশ্বস্ত করতে চাই যে এর জন্য চিন্তা করার কোনও কারণ নেই। তাঁরা শুধুমাত্র ভোটার স্লিপ দেখিয়েই ভোটদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এটা তখনই সম্ভব হবে যখন কমিশনের প্রকাশিত ভোটার তালিকায় তাঁদের নাম থাকবে। 


আগামী ১৯ এপ্রিল লোকসভার প্রথম দফার ভোটে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি আসনে ভোটগ্রহণ হবে। এপ্রসঙ্গে কমিশনের ওই আধিকারিক আরও বলেন, গত রবিবারের ঝড়ের ফলে মোট ১১টি ভোটগ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভোটের দিনের আগে সেগুলি ফের ঠিক করার জন্য যথেষ্ট সময় রয়েছে আমাদের হাতে। তার মধ্যেই সবকিছু ঠিক করে নেওয়া হবে।


এদিকে সোমবারই কমিশনের তরফে তাদের দুই আধিকারিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাডিশনাল চিফ ইলেকট্রোরাল অফিসার অমিত রায় চৌধুরি ও জয়েন্ট চিফ ইলেকট্রোরাল রাহুল নাথ দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন। তাই তাঁদের সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Lok Sabha Election 2024: 'অভিমান হওয়া স্বাভাবিক, RSS-এ ফিরে যান', দিলীপকে 'সহানুভূতি' দেবাংশুর !