নীল বাড়ি দখলের লড়াই-এ কে এগিয়ে, স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। হিসেব বলছে প্রথম চারঘণ্টার পর পাল্লা ভারী তৃণমূলের কয়েক রাউন্ড গণনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২০৬ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। 


টালিগঞ্জ


হেস্টিংস হাউসে গণনাকেন্দ্রে গণ্ডগোল করার জন্য উস্কানি দিচ্ছেন তৃণমূল সমর্থকরা। অভিযোগ টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র।


শ্রীরামপুর 


শ্রীরামপুরে কাউন্টিং সেন্টারে আসতে গিয়ে দুর্ঘটনা। রাস্তায় পড়ে গিয়ে আহত নির্বাচনী আধিকারিক। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জঙ্গিপাড়া


জঙ্গিপাড়ায় গণনা কেন্দ্রের ভিতরে নির্দল প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের হুমকি দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। অস্বীকার তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীর।


মানিকতলা


গণনা কেন্দ্রে কোনও কোভিড বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।


কালিম্পং


কালিম্পং-এ পিপিই পরে চলছে গণনা। 


রবীন্দ্র ভারতী 


রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কাউন্টিং সেন্টারের মধ্যে জয় বাংলা স্লোগান। 


হাড়োয়া 


গণনা কেন্দ্রের অব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে  কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যান হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। অবজার্ভারের ঘরের সামনে বিক্ষোভও দেখান তিনি।


বিধাননগর


বিধাননগরে ইচ্ছাকৃতভাবে ভোটগণনায় দেরি করার অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা।



শিলিগুড়ি
সারা রাজ্যেই বামেদের বিপর্যয় হয়েছে। কারণ ব্যাখ্যা দলের তরফে দেওয়া হবে। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় জানালেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।