নন্দীগ্রাম : কার 'প্রেস্টিজ' থাকবে শেষ পর্যন্ত ? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারীর ? নাকি হিসাব ওলট-পালট করে দেবেন বাম ব্রিডেগের তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় ?


আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই রাজ্যের অন্যান্য আসনের মতো ফল ঘোষণা নন্দীগ্রামেও। বহু প্রতীক্ষিত সেই আসন। যার ফলাফলের ওপর সম্ভবত রাজ্য-রাজনীতির অন্যতম প্রধান দুই মুখ মমতা ও শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে। অন্তত এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। 


শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই দূরত্ব বাড়ছিল মমতার সঙ্গে। শেষমেশ মেদিনীপুরে বিজেপির সভায় অমিত শাহর হাত থেকে গেরুয়া শিবিরে নাম লেখান শুভেন্দু। তার পর থেকে মমতা-শুভেন্দুর সম্পর্কের ফাটল আরও চওড়া হয়। মর্যাদার লড়াইয়ে ময়দানে নামেন দুজনই।


১৮ জানুয়ারি নন্দীগ্রামে তেখালি মাঠের সভা থেকে আচমকাই নন্দীগ্রামের আসনে লড়ার ইচ্ছাপ্রকাশ করেন মমতা। তাঁর এই ঘোষণার পর বিজেপিরও ব্যাকফুটে যাওয়ার প্রশ্ন ছিল না। শুভেন্দুর ইচ্ছামতোই তাঁকে নন্দীগ্রামে প্রার্থী করে বিজেপি। তারপর থেকে এই আসন কার্যত হাই প্রোফাইল আসনে পরিণত হয়। ভোট ঘিরে উভয়পক্ষই ময়দানে নামে। নন্দীগ্রামে মমতার বাড়ি ভাড়া নেওয়া থেকে শুরু করে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে চোট একাধিক পর্ব কাটিয়ে কাল ফলাফল।


এদিকে লড়াইয়ে রয়েছেন সংযুক্ত মোর্চার মীনাক্ষী মুখোপাধ্যায়ও। প্রচারে সাড়াও ফেলেন তিনি। যদিও জমি আন্দোলনের জেরে বাম সরকারের গায়ে যে রক্তের দাগ লাগে তা তিনি কতটা কাটিয়ে উঠতে পেরেছেন তা জানা যাবে ইভিএম খোলার পর।


সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে, এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। 


ইন্ডিয়া টিভি-পিপলস পালস এক্সিট পোল অবশ্য বলছে, নন্দীগ্রামে বাজিমাত করতে চলেছেন শুভেন্দু। প্রসঙ্গত, এখানে ৭০ শতাংশ হিন্দু রয়েছেন। বাকিটা মুসলিম। ২০১৬ সালে এই আসনে বামপ্রার্থী আব্দুল কবির শেখকে বিশাল ব্যবধানে হারান তৎকালীন তৃণমূল প্রার্থী শুভেন্দু। এবার ১ এপ্রিল এই আসনে ভোট হয়। ৮৮ শতাংশ ভোট পড়েছে।