মুম্বই: ২৬টি রাজ্যে মোট ১৩২টি টাকাকরণ অভিযান হয়েছে গোটা দিন জুড়ে। শনিবার সন্ধেয় এমনটাই জানয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে। এ দিন সন্ধে ৬টা পর্যন্ত মোট ১১,৪৯২ জনকে ভ্যাকসিন দিয়েছে মহারাষ্ট্র সরকার। বাকি জেলাগুলোতে আগামিকাল থেকে তৃতীয়দফার টিকাকরণ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুম্বইতে সবমিলিয়ে ১০০০ জন ১৮-৪৪ বয়সের ব্যক্তি টিকা পেয়েছেন।


এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, রাজ্যের হাতে ৩ লক্ষ ডোজ রয়েছে। কিন্তু ১৮ ঊর্ধ্বদের জন্য টিকাকরণ অভিযান শনিবার থেকেই শুরু হবে। সেই মতো মহারাষ্ট্রের সব জেলায় টিকাকরণ অভিযান শুরু করা সম্ভব না হলেও বেশ কয়েকটি জেলাতেই টিকাকরণ শুরু হয়েছে আজ থেকেই।


দেশে ভ্যাকসিন নিয়ে জটিলতা অব্যাহত। তার মধ্যেই দেশজুড়ে আজ থেকে শুরু করোনার বিরুদ্ধে তৃতীয় পর্বের টিকাকরণ অভিযান। এই পর্যায়ে ১৮-৪৫ বছর বয়সীদের টিকা দেওয়া হবে বলেই জানানো হয়। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণ দেখিয়ে অনেকগুলি রাজ্যের তরফেই জানিয়ে দেওয়া হয়, শনিবার থেকে তারা এই পর্বের টিকাকরণ অভিযান শুরু করতে পারবে না। তালিকায় ছিল পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর। 


উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রাজ্যগুলির কাছে এখন এক কোটি টিকার ডোজ রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০ লক্ষ ডোজ তারা পাবে। মন্ত্রক আরও জানিয়েছে, কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১৬১.৬ মিলিয়ন টিকা ডোজ নিখরচায় পাঠিয়েছে। মহারাষ্ট্র ও গুজরাতের মতো রাজ্য শনিবার থেকে তৃতীয় পর্বের টিকাকরণের ঘোষণা করে। এদিন গুজরাটের ১০ টি জেলাতেও এই অভিযান চলে। 


আক্রান্তের নিরিখে বিপদসীমায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে সংক্রমণের হার সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬৩,২৮২ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬,০২,৪৭২ জন। পাশাপাশি একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮০২ জনের।