কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোট (Elections 2024 Phase 7) চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকাই পৌঁছে গেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh At Raju Naskar Office)। তাঁর সঙ্গে আসেন পরেশ পালও। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা রাজনৈতিক মহলে। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন এটিই। তৃণমূল নেতার ইঙ্গিতপূর্ণ উত্তর, 'আগে যেটা স্পটে গিয়ে অনেক কান্ডকারখানা করতে হত, সেটি যদি কেউ ঘরে বসে রিমোটে করায়, তাই করাবে।'


কী বললেন কুণাল?
অতীতে কান পাতলে শোনা যেত, বেলেঘাটায় ভোট করায় রাজু নস্কর। কুণালের বক্তব্য, 'রাজু যখন সিপিএমে ছিল, যখন ওঁর বয়স অনেক কম ছিব, তখন রিয়েল বাহুবলী ছিল। রাজনীতির ধরন পাল্টেছে। এখন ভোটটা সুন্দর নির্বাচনী কাঠামোর মধ্যে দিয়ে হয়। আর ওতো আগাগোড়াই সক্রিয় ছিল। তবে আগে স্পটে গিয়ে যে অনেক কান্ডকারখানা করতে হত, সেটি যদি এখন কেউ ঘরে বসে রিমোটে করায়, তাই করাবে।' ভোট হচ্ছে আর রাজু নস্কর তাঁর অফিসে? তাঁর নিজের কথায়,  নিজের ভোট ছাড়া বেরোচ্ছি না। ওয়ার্ড জুড়ে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।' তবে একই সঙ্গে তিনিও এও বললেন, 'এখন মাল্টিমিডিয়া ভোট হচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে ভোট হবে আর তৃণমূলের পক্ষে ভোট পড়বে।'
মাল্টিমিডিয়া ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের সঙ্গে রাজু নস্করের বৈঠক চলাকালীন তিনিও আসেন। তবে এই নিয়ে প্রশ্নের উত্তরে সুদীপের স্পষ্ট জবাব, 'আমি এত বৈজ্ঞানিক ভোটপদ্ধতি বুঝি না। ন'বার সাংসদ হয়েছি। যে আপনাকে বলেছে, তাঁর কাছে ব্যাখ্যা চান।'  এদিন রাজুর অফিসে বৈঠকের খবর পেয়ে পৌঁছন পরেশ পালও। সূত্রে খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বই তাঁকে পাঠিয়েছিলেন। ভোটের কয়েক মাস আগে উত্তর কলকাতায় তৃণমূলের রাজনৈতিক সমীকরণ যা সামনে এসেছিল, তা যথেষ্ট জল্পনা তৈরি করে। সেই ভাবনা থেকেই কি পরেশকে পাঠানো? উত্তর এড়িয়ে যান তিনি। আর সুদীপের বক্তব্য, 'এই বৈঠকের মূল কারণ কিছু না। একটু আগে কুণাল বলল, আমি এখানে আছি। পরেশও আছে। তাই বললাম, আমিও আসছি।'
হঠাৎ করে, ভোট চলাকালীন রাজু নস্করের অফিসে কুণালের উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে। তৃণমূল নেতার অবশ্য় ব্যাখ্যা, 'বিজেপির যাঁরা, যেমন শুভেন্দুবাবু এখানে মিটিং করে গিয়েছেন। তাঁরা যে কজনকে নাম করে হুমকি দিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে রাজু একজন। আমার রাজনৈতিক সহকর্মী রাজু। সেই জন্য আমি আরও বেশি করে ভোটের দিন ওঁর অফিসে এসেছি। আজ উনি অফিসেই রয়েছেন। ওঁকে যে এত মানুষ ভালোবাসেন, তাঁরাও ওঁর পাশে রয়েছেন। রাজুকে যাতে কেউ অন্যায় অভিযোগ বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে না পারে, সেই সাক্ষী আপনারাও রইলেন।' 


আরও পড়ুন:তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি, উত্তেজনা বেলেঘাটাতেও, কলকাতায় কোথায় কী ঘটল?