রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়,জ্যাংড়া: চাপ দিতেই ৫ সেকেন্ডে বদলে গেল পদবি! প্রথমে ছিল আকাশ মণ্ডল। মুহূর্তে 'মণ্ডল' বদলে গেল 'সর্দারে'! পঞ্চায়েত নির্বাচন ে(Panchayat Election) বহু বুথে দেদার ছাপ্পা দেওয়ার ছবি সামনে আসার পর সোমবার পুনর্নির্বাচনে ধরা পড়ল একের পর এক ভুয়ো ভোটার!
সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে সকাল থেকেই শুরু হয় পুনর্নির্বাচন (Re Election)। তারই একটি হল নিউটাউন থানার জ্যাংড়া হাতিয়াড়া (Hatiyara) ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযান স্পোর্টিং ক্লাবের এই বুথ। মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী (Central Force)।
সকাল থেকে ভোটের লাইন ছিল বেশ ভালই। কিন্তু বেলা গড়াতেই বহিরাগতদের আনাগোড়া বাড়ে বুথের আশেপাশে। তখনই ভোট দিতে আসা একজনকে দেখে সন্দেহ হয় কেন্দ্রীয় বাহিনীর। চাওয়া হয় ভোটার স্লিপ!
ভোটার স্লিপে দেখা যায় নাম রয়েছে সাগর সমাদর। কিন্তু এই ব্যক্তির থেকে আইকার্ড দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির থেকে যে আই কার্ড মিলেছে, তা ভিন্ন! এরপরেই ধৃতকে পুলিশের হাতে তুলে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন এই বুথ থেকে মোট পাঁচ জন ভুয়ো ভোটারকে আটক করে পুলিশ। কোচবিহারের দিনহাটার ভাগনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি বুথেও এদিন পুনর্নির্বাচন হচ্ছিল! অভিযোগ, সাহেবগঞ্জ রোড দিয়ে সকাল থেকেই গাড়িতে করে বুথের আশেপাশে ঘুরছিলেন বহিরাগতরা।
পুলিশ তাঁদের প্রথমে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। উদ্ধার করা হয় প্রচুর লাঠি! সবমিলিয়ে উত্তর ও দক্ষিণে ভুয়ো ভোটার ও বহিরাগতদের ধরতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন