সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো ! কেন্দ্রীয় বাহিনী (Central Force) হাজির। আছে রাজ্য পুলিশও। আর তার মাঝেই চলছে হাসিমুখে দেদার ছাপ্পা। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ছাপ্পা ভোট (False Voting)! পুনর্নির্বাচনেও (Re Election) অশোকনগরে পড়ল দেদার ছাপ্পা। অশোকনগরের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের ছবি ভাইরাল। ভোটকেন্দ্রের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর ভিতরে রাজ্য পুলিশ (West Bengal Police Force)। তার মাঝেই দেদার ছাপ্পা দিয়ে চলেছেন এক দৃষ্কৃতী (Miscreant)।
যে ঘটনা ঘিরে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী-সমর্থকরা ঘরছাড়া। যে সুযোগ নিয়ে সন্ত্রাসের রেশ তৃণমূল বজায় রেখেছে ভোটের দিনও। স্থানীয় তৃণমূল আশ্রিত এক দৃষ্কৃতীকে ছাপ্পা ভোট দিতে দেখা গিয়েছে বলেই অভিযোগ বিজেপির। পাল্টা শাসকদলের দাবি, ওই দৃষ্কৃতীর সঙ্গে শাসকদলের কোনও যোগ নেই।
এদিকে, জ্য়াংড়ায় ফের ভুয়ো ভোটার (Fake Voter)। এবিপি আনন্দর ক্যামেরার সামনে ধরা পড়ার পরেও পুলিশের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেলেন জনৈক ব্যক্তি। পরে দলবল নিয়ে ফিরে এসে চড়াও এবিপি আনন্দের প্রতিনিধির ওপর। এভাবেই আজ জ্য়াংড়ায় পুননির্বাচনের ছবি উঠে এল আমাদের ক্যামেরায়।
অন্যদিকে, ব্যালট বাক্স ছিনিয়ে পোড়ানোর অভিযোগে বিজেপি প্রার্থী আটক। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ভাবনা সোনার আটক। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থী ভাবনা সোনারের। আবার বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন- ৫ সেকেন্ডে বদলে গেল পদবি! জ্যাংরায় বুথের বাইরে পাকড়াও ভুয়ো ভোটার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন