কলকাতা: টানাপোড়েন! জমজমাট নাটনাটক! মান-অভিমানের পালা! দফায় দফায় বোঝানো! সব কিছুর সমাপ্তি! অবশেষে বিজেপির কর্মসূচিতে নামলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রোড শোতে স্লোগান দিলেন, পুরনো দলকে আক্রমণ করলেন। শোভনের মুখে শোনা গেল জয় হিন্দ, বন্দেমাতরম ধ্বনি। ‘‘শপথ নিয়েছি সদ্য, ঘরে ঘরে পদ্ম, জানিয়ে দিলেন বৈশাখী।
তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০১৯-এর ১৪ অগাস্ট। তার এক বছর পাঁচ মাস পর অবশেষে বিজেপির হয়ে রাস্তায় নামলেন শোভন ও বৈশাখী। গোলপার্ক থেকে সেলিমপুর পার্টি অফিস পর্যন্ত করলেন রোড শো। কর্মসূচির শেষে দু’জনের গলাতেই শোনা গেল নতুন দলের স্লোগান।
এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন শোভন। রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী, আবাসনমন্ত্রী, পরিবেশমন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র পদে যেমন ছিলেন, তেমনই দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি-সহ আরও একাধিক পদে ছিলেন তিনি। তাঁর এতটাই কাছের ছিলেন যে, মমতার নম্বর শোভন নিজের মোবাইল ফোনে সেভ করেছিলেন ‘মা’ বলে। অন্যদিকে তৃণমূল নেত্রীও শোভনকে স্নেহ করে ডাকতেন, কানন! বিজেপির হয়ে প্রথমবার রাস্তায় নামার দিনে সেই কাননই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতাকে! বললেন, বাংলায় আর তৃণমূল সরকার গড়বে না। সোনার বাংলা বলবেন না। নতুন ভোর যাঁদের নিয়ে গড়লেন, যাঁরা কাকর সরিয়ে আপনাকে রাইটার্সের দরজায় পৌছে দিল, তাদের তুচ্ছ করে দিলেন। আপনি সোনার বাংলা করেননি। সর্বনাশ করেছেন। মে মাসে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার যন্ত্রণা হয়। কেন এত বছর পর এই সব প্রকল্প করে ভোট চাইতে হচ্ছে। কেন সিবিআই হানা দিচ্ছে? কে এনামুল? জবাব দিতেই হবে।'
প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ করলেন তাঁরই কানন, বর্তমানে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন! বললেন, ১০ মিনিট আগে বিধানসভায় স্পিকারের ঘরে আমাকে গীতাঞ্জলি প্রকল্পে ২৫ লক্ষ বাড়ির কথা বলেছিলেন। আমি বিধানসভায় গিয়ে তাই বললাম। পিছন থেকে এক মহিলা বললেন, ও ঠিক বলছে না। পিছন ঘুরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়। বলল ওটা ২৫ লক্ষ না ৪০ লক্ষ হবে। যে দশ মিনিটের মধ্যে ২৫ লক্ষকে ৪০ লক্ষ করতে পারে!
সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। সোমবারও একাধিক জায়গায় তল্লাশি হয়েছে। এ নিয়ে বরাবরই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল! মমতা বিজেপি ইডি, সিবিআইয়ের ভয় দেখাচ্ছে বলে দাবি করে তাদের ‘ওয়াশিং মেশিন ‘বলে কটাক্ষ করেছেন। যার জবাব দিয়ে মমতাকে আক্রমণ করে শোভন বলেন, খালি বলছে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তদন্তে কেন সহযোগিতা করছেন না কেন? কয়লা চুরি হচ্ছে, গরু পাচার হচ্ছে। সব জায়গায় তৃণমূলের নাম আসছে কেন? কেন একটার পর একটা টেটের কেলেঙ্কারি হচ্ছে? বৈশাখী বলেন, আমরা বিজেপির ওপেনিং ব্যাটসম্যান। আমরা সুন্দর জুটি। মানুষের কাছে যাওয়ার উদগ্রীব বাসনা ছিল আমাদের। মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা না করে যদি কাজ করেন, তাহলে বাকি মেয়াদটুকু টিকবেন। নাহলে তার আগেই নবান্ন থেকে টেনে নামিয়ে দেবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমার যন্ত্রণা হয়, কেন এত বছর পর এই সব প্রকল্প করে ভোট চাইতে হচ্ছে? বিজেপির রোড শোয়ে সরব শোভন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2021 09:39 PM (IST)
তাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০১৯-এর ১৪ অগাস্ট। তার এক বছর পাঁচ মাস পর অবশেষে বিজেপির হয়ে রাস্তায় নামলেন শোভন ও বৈশাখী। গোলপার্ক থেকে সেলিমপুর পার্টি অফিস পর্যন্ত করলেন রোড শো। কর্মসূচির শেষে দু’জনের গলাতেই শোনা গেল নতুন দলের স্লোগান।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -