নয়াদিল্লি: অভিশপ্ত ২০২০ শেষ হয়েছে। নতুন বছরে করোনার করাল গ্রাস থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখছেন সকলে। অতিমারি রুখতে করোনার ভ্যাকসিন আশা দেখাচ্ছে। নতুন বছরের শুরুতেই কোহলি পরিবারে খুশির খবর এল। সোমবার বিকেলে বিরাট কোহলি ট্যুইট করে জানালেন,  তাঁর ও অনুষ্কার কন্যাসন্তান হয়েছে। পাশাপাশি তিনি জানান যে, মা ও মেয়ে দুজনই ভাল আছে।


সোমবার বিকেলে বিরাটই ট্যুইট করে খবরটি প্রথম জানান। হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় ট্যুইট করেন তিনি। লেখেন, 'আপনাদের জানাতে রোমাঞ্চিত বোধ করছি যে, আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা আর মেয়ে, দুজনই ,সম্পূর্ণ সুস্থ আছে। জীবনের নতুন এই অধ্যায় শুরু করার সময় নিজেদের আশীর্বাদধন্য মনে হচ্ছে। আশা করছি এই সময়ে আমাদের কাটানো ব্য়ক্তিগত মুহূর্তকে আপনারা সম্মান করবেন। সকলের জন্য ভালবাসা রইল, বিরাট।' বিরাটের পোস্ট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি প্ল্যাটফর্মের ওয়াল।



বিরাট-অনুষ্কার (Anushka Sharma) প্রথম সন্তানের জন্মের খবরে খুশির হাওয়া সারা দেশে। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের লোকজনই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিননন্দন জানাচ্ছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকে ফিরে এসেছিলেন বিরাট। তিনি অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনী বৈঠকের সময়েই জানিয়ে দিয়েছিলেন যে, অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসবেন তিনি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। বিরাটের পরিবর্তে টেস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে।

সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরেছে ভারতীয় দল। তাৎপর্যপূর্ণ হচ্ছে, সোমবারই সিডনিতে দুরন্ত লড়াই করে ম্যাচ বাঁচিয়েছে ভারত। আর সেদিনই খুশির রং আরও গাঢ় হয়েছে বিরাট-অনুষ্কার মেয়ে হওয়ার খবরে। জন্মের দিনই ভারতীয় ক্রিকেটে সৌভাগ্যের প্রতীক হয়ে রইল বেবি কোহলি।