কলকাতা: তিনি স্ক্রিনে এলেই ফেটে পড়ত গোটা হল। কখনও ধুমধাড়াক্কা অ্যাকশন কখনও আবার মাতিয়ে দেওয়া ডায়লগ। আবার কখনও নায়িকার সঙ্গে 'সিগনেচার স্টাইলে' তাঁর নাচ। নব্বইয়ের দশকে বলিউডে গোবিন্দা মানেই 'হিট'। সেই তিনিই কি ফের রাজনীতিতে পা রাখতে চলেছেন?


এমনই একটি জল্পনা এখন মুম্বইয়ের আকাশে-বাতাসে। সম্প্রতি গোবিন্দা দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Govinda Joins Eknath Shinde) সঙ্গে। বৃহস্পতিবারই তিনি যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবিরের শিব সেনায়। একনাথ শিন্ডের উপস্থিতিতে যোগ দিয়েছেন তিনি। এই লোকসভা নির্বাচনে তিনি একনাথ শিন্ডে শিবিরের শিব সেনার টিকিটে লড়তেও পারেন বলে জল্পনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, উত্তর-পশ্চিম মুম্বই আসন থেকে লড়তে পারেন গোবিন্দা (Govinda in Lok Sabha Poll)। সূত্রের খবর, কয়েকদিন আগেও তিনি দেখা করেছিলেন একনাথ শিন্ডের সঙ্গে।


 






এবারই প্রথম নয়:
এর আগে ২০০৪ সালে রাজনীতিতে পা রেখেছিলেন গোবিন্দা। সেই বার কংগ্রেসের টিকিটে নর্থ মুম্বই আসন থেকে লড়ে বিজেপিকে হারিয়েছিলেন গোবিন্দা। যদিও পরে তাঁর সঙ্গে হাত শিবিরের দূরত্ব বাড়ে, তারপরে তিনি আর ভোটের ময়দানে নামেননি।


উত্তর-পশ্চিম মুম্বই (North West Mumbai) আসনে এখন যিনি বিদায়ী শিবসেনা সাংসদ সেই গজানন কীর্তিকর এবারের নির্বাচনে লড়তে চাইছেন না। বিদ্রোহের সময় তিনি একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছিলেন, কিন্তু তাঁর ছেলে অমল কীর্তিকর উদ্ধব- শিবিরেই রয়ে গিয়েছিলেন। এবার ওই আসনে অমলকে টিকিট দিয়েছে উদ্ধব গোষ্ঠী। তাহলে কি এবার সেই আসনে গোবিন্দার উপর বাজি ধরতে চায় শিন্ডে শিবিরের শিব সেনা। 


তারপরে আবার বছর কুড়ি পরে ভোট-রাজনীতিতে ফিরতে চলেছেন গোবিন্দা? চড়ছে জল্পনা।  


আরও পড়ুন: আদালতে শুনানির কারণে গার্ডেনরিচে আপাতত বন্ধ বিপজ্জনক বাড়ি ভাঙা