প্রচন্দ্রপুর হাইস্কুলে ৩০ নম্বর বুথে ঢুকে, টেবিলে চাপড়ে, গলা উঁচিয়ে, আঙুল তুলে প্রিসাইডিং অফিসারকে ধমক দেন লকেট। প্রসঙ্গত এরপরই প্রশ্নের মুখে পড়ে যায় ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকা।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই ময়ূরেশ্বরে ঘাঁটি গেড়েছেন লকেট। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরছিলেন তিনি। আচমকাই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে, লকেট ঢুকে পড়েন প্রচন্দ্রপুর হাইস্কুলের ৩০ নম্বর বুথে।
বিজেপি প্রার্থীর ধমকের মুখে তখন কার্যত অসহায় হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার।
যদিও, বিজেপি-বিরোধীদের বক্তব্য, ভোট নিয়ে একজন প্রার্থীর কোনও দাবি থাকতেই পারে। একজন প্রার্থী রিগিংয়ের অভিযোগ তুলতেই পারেন! কিন্তু কোনও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেন প্রিসাইডিং অফিসারকে ধমকাবেন তিনি? কেন এরকম আচরণ করবেন? বুথের মধ্যে প্রিসাইডিং অফিসারই তো শেষ কথা, তাঁকেই কেন এভাবে চ্যালেঞ্জ জানানো হবে?
অনুব্রত মণ্ডল প্রসঙ্গে লকেটকে বলতে শোনা গিয়েছিল, ভোটের দিন শেষ দেখে ছাড়বেন তিনি। কিন্তু বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমকে ভোটের দিন নিজেই বিতর্কে জড়ালেন বিজেপির এই তারকা প্রার্থী।
ভিডিওতে শুনুন গতকাল প্রিসাইডিং অফিসারকে ধমকে কী বলেছিলেন লকেট