কলকাতা: ফের দূরপাল্লার ট্রেনে দুষ্কৃতী দৌরাত্ম্য। আবারও প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।
শিয়ালদা থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে আলিপুরদুয়ার যাচ্ছিলেন বারাসতের বাসিন্দা অনিতা সাহা। তাঁর অভিযোগ, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ এনজিপি স্টেশন ছাড়ার পরই মহিলা কামরায় ওঠে লুঠপাঠ চালায় এক দুষ্কৃতী। চিৎকার করলে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
এরপর বেলাকোবা স্টেশনে কাছে ট্রেনের গতি কমতেই কামরা থেকে ঝাঁপ দিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে জিআরপিতে এফআইআর দায়ের করেন অনিতা।
শিলিগুড়ি জিআরপি-র এসআরপি, ই আন্নাপ্পা জানিয়েছেন, নিউ কোচবিহার জিআরপিতে অভিযোগ জমা পড়েছে। তদন্ত চলছে।
ট্রেনের মহিলা কামরায় এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।