বিশাখাপত্তনম: রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) পৌঁছে গেল বিদর্ভ (Vidarbha)। মধ্য়প্রদেশকে ৬২ রানে হারিয়ে দিল তারা। শেষ দিনে জয়ের জন্য ৯৩ রান প্রয়োজন ছিল মধ্য়প্রদেশের। অন্যদিকে বিদর্ভকে তুলতে হল প্রতিপক্ষের ৪ উইকেট। ৩২১ রান তাড়া করতে নেমে গতকাল দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ৬ উইকেটের বিনিময়ে ২২৮ রান। সেখানে থেকে এদিন সকালে ২৫৮ রানেই অল আউট হয়ে যায় শুভম শর্মার দল। আগামী রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে খেলতে নামবে বিদর্ভ।


গতকাল অপরাজিত থেকে ক্রিজ ছেড়েছিলেন সারাংশ জৈন এবং কুমার কার্তুকেয়া। এদিন দলের ২৩২ রানের মাথায় কার্তুকেয়ার উইকেট হারায় বিদর্ভ। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন কার্তুকেয়া। অনুভব আগরওয়ালও খাতা খুলতে পারেননি। তিনিও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। ২ জনকেই ফিরিয়ে দেন আদিত্য ঠাকরে। কুলবন্ত খেজরোলিয়া ১১ রান করেন। আবেশ খান ৮ রানে অপরাজিত থেকে যান। বিদর্ভের বোলারদের মধ্যে যশ ঠাকুর ও অক্ষয় ওয়াখড়ে দুজনেই তিনটি করে উইকেট নেন। দুটো করে উইকেট নেন আদিত্য সারওয়াতে ও আদিত্য ঠাকরে।


ম্য়াচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বিদর্ভ। প্রথম ইনিংসে ১৭০ রানে অল আউট হয়ে যায় তারা। করুণ নায়ার সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। ওপেনার অথর্ব তাইডে ৩৯ রানের ইনিংস খেলেন। ৪ উইকেট নিয়েছিলেন আবেশ খান। আইপিএলে নামার আগে এই ফর্ম আত্মবিশ্বাস জোগাবে তাঁকে। জবাবে ব্যাট করতে নেমে মধ্য়প্রদেশ প্রথম ইনিংসে ২৫২ রান তুলে নেয়। হিমাংশু মন্ত্রী ১২৬ রানের ইনিংস খেলেন। উমেশ যাদব ও যশ ঠাকুর ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন ওয়াখড়ে। 


পিছিয়ে থেকে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪০২ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নেয়। যশ রাঠোর ১৪১ রান করেন। এছাড়াও আমন ৫৯ রান করেন ও অধিনায়ক অক্ষয় ৭৭ রানের ইনিংস খেলেন। মধ্যপ্রদেশের অনুভব আগরওয়ার একাই পাঁচ উইকেট তুলে নেন। কুলবন্ত খেজরোলিয়া ও কুমার কার্তুকেয় দুজনেই ২ টো করে উইকেট নেন। ৩২১ রানের বিশাল টার্গেট ছিল মধ্য়প্রদেশের সামনে ফাইনালে ওঠার জন্য। ওপেনার যশ দুবে ৯৪ রান করেন। হর্ষ গাওলি ৬৭ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনও ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। ফলে ম্য়াচে হারতে হয় মধ্য়প্রদেশকে।