অমেঠিতে খুন হলেন স্মৃতি ইরানির ঘনিষ্ঠ সহযোগী সুরেন্দ্র সিংহ। বরলিয়া গ্রামের প্রাক্তন গ্রাম প্রধান সুরেন্দ্রকে শনিবার রাতে গুলি করে হত্যা করে ২ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। রাত সাড়ে ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। গুলিবিদ্ধ সুরেন্দ্রকে লখনউ এর হাসপাতালে রেফার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু তাঁর আঘাত এতই গুরুতর ছিল যে, বাঁচানো সম্ভব হয়নি।


ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার লোকসভা নির্বাচনের প্রচারের সময় বারবার শিরোনামে উঠে আসছিল অমেঠির বরলিয়া গ্রাম। এই গ্রামে জুতো বিলি করার অভিযোগ তুলে, বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে নিশানা করেন প্রিয়ঙ্কা গাঁধী। তিনি বলেন, রাহুলকে অপমান করতেই স্মৃতি এটা করছেন!

অমেঠি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছেন জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তারপরই স্মৃতি ঘনিষ্ঠের খুনের ঘটনা! এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।