২৩ মে, ২০১৯। জনগণের রায়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। সেদিনই জন্ম হল এক নবজাতকের। আর সাথে সাথেই নবজাতকের মা ঠিক করে ফেললেন, সন্তানের নাম রাখবেন নরেন্দ্র দামোদরদাস মোদি। উত্তরপ্রদেশের এক গ্রামের নতুন মা মইনাজ বেগম বদ্ধপরিকর, ছেলের নাম রাখবেন প্রধানমন্ত্রীর নামেই। পরিবারের আপত্তি ছিল বইকি! তবে ধোপে টিকল না সেসব। ছেলের নাম তিনি ঠিক করে ফেলেছেন, তা কিছুতেই বদলাবেন না! স্বামী মুস্তাক আহমেদ থাকেন দুবাইতে। স্ত্রীর এই সিদ্ধান্তে সহমত ছিলেন না তিনি। কিন্তু নবজাতকের মায়ের ইচ্ছের কাছে হার মানতে হল সবাইকেই। অবশেষে সদ্যোজাত ওই শিশুর নাম রেজিস্টার হতে চলেছে নরেন্দ্র দামোদরদাস মোদি নামেই।
স্থানীয় পঞ্চায়েত অফিস জানিয়েছে, নামকরণের দরখাস্ত করা হয়েছে নিয়ম মেনেই। এফিডেফিট-এ শিশুর মায়ের বক্তব্য, দেশের জন্য ভাল কাজ করছেন মোদি। বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ সহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে তিন তালাক বাতিল নিয়ে মোদি সরকারের উদ্যোগেরও প্রসংশা করেছেন মইনাজ বেগম।
জন্ম ২৩ মে, নরেন্দ্র মোদির নামে সদ্যোজাতের নাম রাখলেন মুসলিম মহিলা
web desk, ABP Ananda
Updated at:
26 May 2019 10:53 AM (IST)
পরিবারের আপত্তি ছিল বইকি! তবে ধোপে টিকল না সেসব। ছেলের নাম তিনি ঠিক করে ফেলেছেন, তা কিছুতেই বদলাবেন না!
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -