গোলাঘাট: অসমে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, ‘২০ শতাংশ পরিবারের মাসে রোজগার ১২ হাজার টাকার কম। সব পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার টাকা দেবে কংগ্রেস। ৫ বছরে ৩ লক্ষ ৬০ হাজার টাকা গরিবদের অ্যাকাউন্টে দেবে কংগ্রেস। ১৫ লক্ষ টাকা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন চৌকিদার। কংগ্রেস সবার অ্যাকাউন্টে সত্যিই টাকা পৌঁছে দেবে। কোথা থেকে টাকা আসবে, প্রশ্ন করেছিলেন মোদি। অনিল অম্বানিদের পকেট থেকে আসবে টাকা। এই চৌকিদার নীরব মোদি, বিজয় মাল্য, অনিল অম্বানিদের।’ রাহুল আরও বলেছেন, ‘অচ্ছে দিন আর আসবে না, চলে গিয়েছে। জিএসটি চালু করে ছোট ব্যবসায়ীদের সর্বনাশ করেছে মোদি সরকার। কম কর ও সরল করব্যবস্থা গড়ে তোলা হবে। মোদি সরকারের আমলে ব্যবসা শুরু করতে গেলে লাগে একগাদা অনুমতি। তার সঙ্গে দিতে হয় ঘুষ, এটাই মোদির মেক ইন ইন্ডিয়া। কংগ্রেস সরকার গড়লে ৩ বছর কোনও অনুমতি নিতে হবে না। আপনাকে সাহায্য করবে দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখা। এক বছরের মধ্যে ২২ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। উত্তর-পূর্ব ভারতের সমস্ত বিশেষ সুবিধা লুপ্ত করেছে মোদি সরকার। কংগ্রেস ক্ষমতায় এলে সেই সুবিধা ফেরত দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধনী বিলের নামে আক্রমণ চলছে। এই বিল আমরা পাস হতে দেব না। হত্যায় অভিযুক্ত বিজেপি সভাপতি বলেছেন বিল পাস করাবেন। কৃষকদের ঋণমুক্ত করা থেকে ফসলের সঠিক মূল্য, প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। ৩ রাজ্যে ক্ষমতায় এসে কৃষকদের ঋণমুক্ত করেছে কংগ্রেস। কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয়, তা পালন করে। চা বাগানে ন্যূনতম বেতনব্যবস্থা চালু করব আমরা। একদিকে মোদি, সঙ্ঘ, বিজেপি দেশকে টুকরো করতে চায়, এরা যেখানে যায়, সেখানে ঘৃণা ছড়ায়, উল্টোদিকে কংগ্রেস দেশকে জোড়ার কাজ করে।’