লক্ষ্মণের মতো একই সুর শোনা গিয়েছে অফস্পিনার হরভজন সিংহের গলায়। গম্ভীরের পাশে দাঁড়িয়ে বার্তা দেওয়ার জন্য 'টার্বুনেটর'ও বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মঞ্চকে। হরভজন টুইট করেছেন, 'গম্ভীরকে নিয়ে বিতর্কের কথা জেনে বিস্মিত। আমি ওকে খুব ভালভাবে চিনি এবং মহিলাদের নিয়ে ও কোনওদিনও কটূক্তি করবে না। ও জিতবে না হারবে, সেটা পরের কথা। তবে গম্ভীর এসব অভিযোগের ঊর্ধ্বে।' অতিশির অভিযোগের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন গম্ভীর নিজেও। বলেছিলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন। পাশাপাশি অতিশি, আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে মানহানির মামলার নোটিশও পাঠিয়েছেন তিনি।