নয়াদিল্লি : নরেন্দ্র মোদির শপথ-গ্রহণ অনুষ্ঠানে কার্যত 'চাঁদের হাট।' বিনোদন জগৎ থেকে শিল্প মহলের তাবড় তাবড় প্রতিনিধি হাজির হয়েছেন এদিনের অনুষ্ঠানে। বলিউডের বাদশা শাহরুখ খান, বরাবর মোদির-সমর্থনে দাঁড়ানো অক্ষয় কুমার থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি হয়ে গৌতম আদানি কে নেই অনুষ্ঠানে। কার্যত রাষ্ট্রপতি ভবনে 'চাঁদের হাট'। Narendra Modi Swearing-in Ceremony
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মোদির পরনে ছিল সাদা কুর্তা ও চুড়িদার, হাফ নীল জ্যাকেট ও কালো জুতো। মোদির শপথে শামিল হলেন বিদেশের একাধিক রাষ্ট্রনেতা। ছিলেন- নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড', শ্রীলঙ্গার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ প্রমুখ।
এনিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। এদিন দেশ-বিদেশের বিশিষ্টদের উপস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এনিয়ে টানা তিনবার প্রধানমন্ত্রী হওয়া ছাড়াও, নরেন্দ্র মোদি গুজরাতের সবথেকে বেশিদিনের মুখ্যমন্ত্রীও ছিলেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই দায়িত্ব সামলেছেন তিনি। ফের একবার মোদি সরকার। এদিন তাঁর সঙ্গে শপথ নিলেন যেসব মন্ত্রীরা, তাঁরা হলেন-
শপথ-গ্রহণ কাদের ?
একে একে শপথ নেন মোদি-মন্ত্রিসভার পুরনো একের পর এক মুখ। শপথ নেন রাজনাথ সিংহ, অমিত শাহ, জে পি নাড্ডা, নীতিন গডকরি, শিবরাজ সিংহ চৌহান, এস জয়শঙ্কর, মনোহর লাল, নির্মলা সীতারমণ, এইচ ডি কুমারস্বামী, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধানরা। শপথ নেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রতিষ্ঠাতা জিতন রাম মাঝি, জে ডি ইউ নেতা রাজীব রঞ্জন (লালন) সিংহ, বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল, টিডিপির কিঞ্জারাপু রাম মোহন নায়ডু, বিজেপি নেতা প্রহ্লাদ জোশি, বীরেন্দ্র কুমার, জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব।
শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত । মোদি মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য। শপথ নিলেন চিরাগ পাসোয়ান (এলজেপি), সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিংহ। মোদি মন্ত্রিসভায় জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়ালরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।