পশ্চিম মেদিনীপুর:  পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছলেন রাজ্যপাল (Governor CV Ananda Bose)। শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে চড়ে রওনা দেন তিনি। ২৩ মার্চ, পিংলার বাড়বাসি গ্রামে বাড়ি থেকে ২০০ মিটার দূরে ধান খেত থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের ক্ষতবিক্ষত দেহ। তৃণমূলের ভোট-সন্ত্রাসে খুন হয়েছেন বলে অভিযোগ করে নিহত বিজেপি কর্মীর পরিবার। CBI তদন্তের দাবি জানান ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। 


ভোটের আগে সম্প্রতি পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের মধ্যে পড়েছিল দেহ। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে নিহতের পরিবার ও বিজেপি নেতৃত্ব।  নিহতের বাড়িতে যান ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, প্রথমে FIR নিতে চায়নি পুলিশ। স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে লিখিয়ে নেওয়ারও চেষ্টা হয়। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও নিশানা করেছেন হিরণ।


CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ, নিহত বিজেপি কর্মীর মুখে রক্ত এবং পেটে ছেঁকার দাগ ছিল। বিজেপি করায়, বছর ৩২-এর ওই যুবককে মেরে হাত-পা মেরে দেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল, তাঁরাই খুন করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ। 


আরও পড়ুন, প্রধানমন্ত্রী বললেন, ৪ জুনের পর সবাইকে জেলে ভরবেন, একথা কি তাঁর মুখে শোভা পায় ? প্রশ্ন মমতার


 
বিজেপি করার 'মাশুল'ই কি জীবন দিয়ে চোকাতে হল পিংলার বিজেপি কর্মীকে? এই প্রশ্নই যখন বিভিন্ন মহল থেকে উঠে আসছে,তখন বিজেপি করার মাশুল চোকানোর আরও অভিযোগ করছে তাঁর পরিবার। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, এক্ষেত্রে শুধু বদলে গিয়েছে 'পন্থা'। নিহত বিজেপি কর্মীর মা স্পষ্টতই জানিয়েছেন, আমি কিছুই পাইনি। আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাইনি। ৫ বার গিয়েছি। আমার ছোট ছেলে তখন বলছে তোমাকে কুকুরের মতো ঘোরাচ্ছে। আর ওঁদের কাছে যেও না। সনাতনবাবু বলল যে ৬০-৬২ বছর হয়েছে ভাতা-র জন্য আবেদন করো। ভাতা-র জন্যও করেছি। তাও কিছু নেই। সবাই পেয়েছে আমি পাইনি। বলে কী করে দেব? তোমরা বিজেপি করো, পদ্মফুলকে বলবে গিয়ে। পদ্মফুল ফুটুক এখন, এই ধরণের কথাবার্তা।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।