অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া-আফগানিস্তানের (AUS vs AFG) মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন আফগানরা। দলের হয়ে অনবদ্য পারফর্ম করলেন রশিদ খান। তবে বল হয়, ব্যাট হাতে। ১৬৯ রান তাড়া করতে নেমে রশিদের অপরাজিত ৪৮ রানের সুবাদে অজিদের বিরুদ্ধে লড়াই করেও শেষ পর্যন্ত হতাশই হতে হল আফগানিস্তানকে। চার রানে রশিদ খানদের (Rashid Khan) পরাজিত করল অজিরা। 


ম্যাক্সওয়েলের অর্ধশতরান 


ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মহম্মদ নবি। অজিরা শুরুটা খুব একটা ভাল করেনি। ৫০ রানের মধ্যেই দলের দুই ওপেনার সাজঘরে ফিরে যান। ডেভিড ওয়ার্নার ২৫ ও ক্যামেরন গ্রিন ৩ রানে সাজঘরে ফেরেন। স্টিভ স্মিথও ৪ রানের বেশি করতে পারেননি। তবে অজি ইনিংসকে এগিয়ে নিয়ে মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। মার্শ ৪৫ রান করে সাজঘরে ফিরলেও, গ্লেন ম্য়াক্সওয়েল কিন্তু অর্ধশতরান হাতছাড়া করেননি। তিনি ৩২ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ডেথ ওভারে অস্ট্রেলিয়া নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারাতে থাকে। তবে ম্যাক্সওয়েলের সুবাদেই অজিরা শেষ পর্যন্ত আট উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। আফগানদের হয়ে নবীন উল হক ২১ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার।


ব্যাট হাতে আফগানিস্তানও শুরুটা খুব আহামরি করেনি। রহমানুল্লাহ গুরবাজ ৩০ রান করলেও, অপর ওপেনার উসমান ঘানি মাত্র ২ রানেই সাজঘরে ফেরেন। ৪০ রানে দুই উইকেট হারালেও, গুদবদিন নায়িব (৩৯) ও ইব্রাহিম জাদরান (২৬) তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন। এই দুই তারকার চওড়া ব্যাটে ভর করেই আফগানিস্তান জয়ের আশা দেখছিল। তবে ১৪তম ওভারে ম্যাচের মোড় ঘুরে যায়। প্রথমে নায়িব রান আউট হন। তারপরের তিন বলের মধ্যে ইব্রাহিম ও নাজিবুল্লাহ জাদরান সাজঘরে ফেরেন। পরের ওভারেই মহম্মদ নবিও (১) ফেরেন। 


রশিদের লড়াই


১০৩ রানে ছয় উইকেট হারিয়ে এক সময় ধুঁকতে থাকা আফগান দলকে অক্সিজেন প্রদান করেন রশিদ। কার্যত একা হাতেই দলকে ম্যাচে টিকিয়ে রাখেন রশিদ। তবে শেষমেশ হতাশই হতে হল আফগানিস্তানকে। অজিদের হয়ে সফলতম বোলার অ্যাডাম জাম্পা। তিনি ২২ রানের বিনিময়ে দুই উইকেট নেন। হ্যাজেলউডও দুই উইকেট নিয়েছে। তবে এই জয় সত্ত্বেও কাল শ্রীলঙ্কার ওপর নির্ভরশীল অজিরা। শ্রীলঙ্কা ইংল্যান্ডকে পরাজিত করতে পারলে, তবেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছবে। 


আরও পড়ুন: কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান? রোহিতদের শেষ চারের টিকিট কি পাকা?