Gujarat-Himachal Election Result Live Update: হিমাচলে সরকার গঠনের পথে, ঘোড়া কেনাবেচা রুখতে বিজয়ী প্রার্থীদের রিসর্টে নিয়ে যাওয়ার ভাবনা কংগ্রেসের

Gujarat And Himachal Pradesh Election 2022 Result: চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে, ১২ নভম্বর।

ABP Ananda Last Updated: 08 Dec 2022 10:48 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনে বাকি দু'বছর এখনও। তার আগে প্রদেশ রাজনীতিতে ভাগ্য পরীক্ষা রাজনৈতিক দলগুলির।  আজ দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। এক দিকে, হাই ভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনের...More

Himachal Pradesh Election Result Live:কংগ্রেসের বিজয়ী বিধায়কদের আপাতত শিমলাতেই থাকতে বলা হয়েছে, খবর সূত্রে

কংগ্রেসের বিজয়ী বিধায়কদের আপাতত শিমলাতেই থাকতে বলা হয়েছে, খবর সূত্রে। আগামীকাল সেখানে তাঁদের সঙ্গে দেখা করার কথা ভূপেশ বাঘেল এবং ভূপিন্দর হুডার। থাকার কথা দলের তরফে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব শুক্লারও।