নাদিয়াড় (গুজরাত) : ভোট দানে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে তিনি হতে পারেন নির্বাচন কমিশনের রোল মডেল ! কারণ, শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে যেভাবে তিনি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিলেন তা বাহবা কুড়ানোর যোগ্য। দুই হাতই না থাকায় পায়ে করে ভোট দিলেন গুজরাতের নাদিয়াড়ের বাসিন্দা অঙ্কিত সোনি। তাঁর এই উৎসাহকে কুর্নিশ জানিয়েছেন সকলে।


লোকসভা ভোটের আজ তৃতীয় দফা। ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিক অ়ঞ্চলের ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এই আবহেই আজ দেখা গেল অভিনব সেই দৃশ্য। ১৫-২০ বছর আগে হাত হারানো অঙ্কিত এসে ভোট দিলেন ভোটগ্রহণ কেন্দ্রে। তাও আবার পায়ে করে।


পরে তিনি বলেন, "২০ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার দু'টো হাত হারিয়ে ফেলি। কিন্তু, আমার শিক্ষক ও গুরুদের আশীর্বাদে, আমি গ্র্যাজুয়েশন করেছি..সিএস। মানুষের কাছে আমার আবেদন, আপনারা বেরিয়ে আসুন এবং ভোট দিন।"