অমিত জানা, সবং: তৃণমূলের বিরুদ্ধে FIR নিতে টালবাহানার অভিযোগ। সেই নিয়ে সবং থানার ওসিকে ধমক দিলেন দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সোশাল সাইটে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ের ভিডিও নিজেই পোস্ট করেছেন হিরণ। সেখানে OC-কে রীতিমতো ধমক দিতে দেখা দেখা যায় তাঁকে। (Hiranmoy Chatterjee)


রবিবার রাতে তৃণমূলের উপর হামলার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে সবং থানার পুলিশ। সোমবার তার প্রতিবাদে অনুগামীদের নিয়ে সবং থানায় যান ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কর্মীকে মিথ্যে মামলায় গ্রেফতারের অভিযোগ তুলে থানার সামনে ধর্নায় বসেন তিনি। ধর্না চলাকালীন সবং থানায় পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ দায়ের করতে যান হিরণ। কিন্তু থানায় কর্তব্যরত পুলিশ অফিসার তাঁর FIR নিতে অস্বীকার করেন বলে অভিযোগ। (Hiran in Sabang)


এরপর অভিযোগ দায়ের করতে সোজা OC-র চেম্বারে চলে যান ঘাটালের বিজেপি প্রার্থী। সেখানেই OC-র সঙ্গে প্রবল বচসা বাধে হিরণের। ওই ভিডিও-য় হিরণ এবং OC-র মধ্যে যে কথোপকথন ধরা পড়েছে, তা এই রকম-


হিরণ- আমার নাম হিরণ চট্টোপাধ্যায়, মাথায় রাখবেন এটা।
OC, সবং থানা- আপনারা সন্দেশখালির মতো অভিযোগ সাজিয়ে এনেছেন কি না বুঝব কীভাবে? আমাকে অভিযোগ খতিয়ে দেখতে হবে।
হিরণ- আমরা চারটি অভিযোগ পত্র দিয়েছি, এখানকার OC দু'টো রিসিভ করে দিয়েছে বাকি দু'টো রিসিভ করেও দিচ্ছে না।


হিরণ- SP কিন্তু বাঁচাবে না।
OC, সবং থানা- ঠিক আছে দেখে নেব।
হিরণ- আপনি মুর্শিদাবাদের কেসটা মনে করে দেখুন। তাঁকে সাসপেন্ড করছে নির্বাচন কমিশন।
OC, সবং থানা- যেটা আইনিভাবে ঠিক মনে হবে আমি সেটাই করব।
হিরণ- আমি আপনাকে অনেক বার সতর্ক করেছি, একটা ছোট্ট কথা বলেছি, আপনি FIR টা নিয়ে নিন।



আরও পড়ুন: CV Ananda Bose: "মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা রাজনীতি, এই দিদিগিরি মানব না," শ্লীলতাহানির অভিযোগের বিরুদ্ধে সরব রাজ্যপাল


ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও তীব্র আক্রমণ করেন হিরণ। তাঁর বক্তব্য, "মানুষ অভিনেতা সাংসদের মুখোশ খুলে দিয়েছে। শুধু মিষ্টি মিষ্টি কথা বলেন। আর উনি পুলিশকে বলেন সন্ত্রাস চালানোর কথা। তোমরা মা বোনেদেরকে ধর্ষণ কর। গাছে ঝুলিয়ে দাও আমি সাংসদ থাকলেই হল। উনি সংসদ থাকবেন দুই হাতে রক্ত মেখে।"

গোটা ঘটনায় প্রতিক্রিয়া জামাতে গিয়ে সবংয়ে তৃণমূলের ব্লক সভাপতি আবু কালাম বলেন, "বিজেপির একজন দুষ্কৃতী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। সেই দুষ্কৃতীকে ছাড়াতে একজন প্রার্থী থানায় গিয়ে ধর্নায় বসেছে। এর আমরা তীব্র ধিক্কার জানাই। এরা দিশেহারা হয়ে কিছু না পেয়ে পুলিশের ওপর, সাধারণ মানুষের ওপর অত্যাচার শুরু করেছে।"

এর আগে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য় বিনিময়ে জড়িয়ছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সবং থানায় ঢুকে OC-কে ধমক দিলেন বিজেপি।