সোমনাথ মিত্র, সিঙ্গুর : আবহাওয়ার সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে লোকসভা ভোটের পারদ । এবার হুগলির সিঙ্গুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নির্বাচনী ফ্লেক্স , দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির দাবি, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও পাল্টা শাসক দলের দাবি, বিজেপি এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দায় চাপাচ্ছে, তৃণমূলের এসব করার প্রয়োজন নেই।
কী ঘটনা ?
সিঙ্গুর ২ নং পঞ্চায়েতের কালুরায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স আজ সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় পতাকাও পুকুর পাড়ে পড়ে ছিল। অন্যদিকে সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের ছয়ানী মন্দিরতলা এলাকায় বিজেপির একাধিক ফ্লেক্স ,পতাকা ছিঁড়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সিঙ্গুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেন বিজেপির মণ্ডল সভাপতি তারাপদ ঘোষ।
এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে সরব হয়েছে বিজেপি।
সিঙ্গুর বিধানসভার বিজেপি -১ মণ্ডলের সভাপতি তারাপদ ঘোষ বলেন, গতকাল রাতে সিঙ্গুরের কালু রায় তলা এলাকায় ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই সঙ্গে আনন্দনগর পঞ্চায়েতে একইভাবে সমস্ত ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া ও পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সিঙ্গুর থানায় অভিযোগ করা হয়েছে এবং আমরা অভিযুক্তদের অবিলম্বে গ্ৰেফতারের দাবি জানাচ্ছি।
ঘটনা প্রসঙ্গে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, এসব ওরা নিজেরাই করে। তারপর বলে দেয় অপর দল করেছে। একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার জন্য ওরা নিজেরাই এসব করে এবং বলে তৃণমূল করেছে। আমাদের দলের ছেলেরা এমন নয় যে তারা অপর দলের ব্যানার ছিঁড়ে দেবে, আমাদের এসব করার প্রয়োজন নেই।
চুঁচুড়ায় পোস্টার-
বাংলায় শিল্পীদের কোনও দাম নেই। কাঞ্চন মল্লিকের সঙ্গে যা হয়েছে, তা আপনার সঙ্গেও হতে পারে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়কে সাবধান করে দিনকয়েক আগে পোস্টার পড়ে চুঁচুড়ায়। পোস্টারের নিচে লেখা, জয় বাংলা। কে বা কারা পোস্টার দিয়েছে তা স্পষ্ট নয়। এর আগে কোন্নগরে প্রচারে গিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই এই পোস্টার পড়ে চুঁচুড়ায়। বিজেপির কটাক্ষ, এর আগে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জ ব্যাপারীকেও সভামঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এটাই তৃণমূলের সংস্কৃতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।