Smartphones Under Rs 8000: সস্তায় স্মার্টফোন (Budget Smartphones) কিনবেন ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India)। শুরু হয়েছে অ্যামাজন স্মার্টফোন প্রিমিয়ার লিগ। এখন আইপিএল চলছে। ফোনেই যাতে আপনি খেলা দেখতে পারেন, তার জন্য সস্তায় স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে অ্যামাজনের ওয়েবসাইট। এখানে ৮০০০ টাকার কমেই বেশ ভাল ফিচার যুক্ত স্মার্টফোন কিনতে পারবেন আপনি। এখানে দেখা যাবে আইপিএল- এর বিভিন্ন ম্যাচও। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে অ্যামাজনের স্মার্টফোন প্রিমিয়ার লিগে ৮০০০ টাকার কমে কোন কোন স্মার্টফোন আপনি কিনতে পারবেন। 


রেডমি এ৩


অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে মাত্র ৬৯৯৯ টাকায়। এর পরেও নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে আরও কমবে রেডমি এ৩ ফোনের দাম। রেডমির এই ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে রেডমি এ৩ ফোনে। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।  


টেকনো স্পার্ক সি


অ্যামাজনের স্মার্টফোন প্রিমিয়ার লিগে এই ফোন কেনা যাবে ৭৯৯৯ টাকায়। সমস্ত ব্যাঙ্কের কার্ডের ক্রেতারা ১০০০ টাআ ছাড় পাবেন। টেকনো স্পার্ক সি ফোনে ৬.৫৬ ইঞ্চির ডট ইন ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে এইচডি রেজোলিউশ পাওয়া যাবে। ৯০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে স্ক্রিনের। আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার রয়েছে টেকনো স্পার্ক সি ফোনে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে টেকনো স্পার্ক সি ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


রেডমি ১৩ সি


অ্যামাজন থেকে এই ফোনও কেনা যাবে ৭৯৯৯ টাকায়। এছাড়াও থাকবে ৫০০ টাকা ছাড়। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির IPLS LCD ডিসপ্লে রয়েছে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে রেডমি ১৩সি ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। রেডমি ১৩সি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- আইফোন ১৫ সিরিজের তিনটি মডেলে ছাড়, অ্যামাজন থেকে কেনা যাবে কত দামে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।