ডায়মন্ড হারবার: গতকালের পর আজ ফের ভোট-সন্ত্রাসের (Panchayat Election) খোঁজে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' (BJP Fact Finding Team)। প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের (Ravi Sankar Prasad) নেতৃত্বে আজ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) যাচ্ছেন তাঁরা।  'কীভাবে বাংলাকে মমতা বন্দ্যোপাধ্য়ায় চালাচ্ছেন, পৃথিবীকে দেখাতে চাই। আমরা মানুষের কষ্ট বুঝতে এসেছি, মমতার সার্টিফিকেট চাই না'।                               


এ দিন সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য বিজেপির ফ্যাক্ ফাইন্ডিং কমিটির প্রধান প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। ভোট-সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে এসেছে বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি। গণতন্ত্রে এটা কি কাম্য? গতকাল এই প্রশ্ন করেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের। 


গতকালই রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে ৫ বিজেপি সাংসদের টিম আসে বাংলায়। হিঙ্গলগঞ্জে ভোট সন্ত্রাসে ঘরছাড়ার পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে কড়া ভাষায় আক্রমণও করেন। পাল্টা ফ্যাক্স ফাইন্ডিং টিম বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী। 


গণতন্ত্রের উৎসবে মৃত্যুমিছিল মনোনয়ন পর্ব, স্ক্রুটিনি, মনোনয়ন প্রত্যাহার, ভোট, ভোট গণনা হয়ে ফল ঘোষণার পরবর্তী সময়। সন্ত্রাসের ত্রাস তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে।  এই পরিস্থিতিতে রাজ্যে এসে পৌঁছল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 


এই দলে রয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও বিজেপি সাংসদ সত্যপাল সিং, রাজদীপ রায়, রেখা ভার্মা ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল। 


এ দিকে প্রশাসনের সহযোগিতায় ব্যালট কারচুপির অভিযোগ তুলে বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে চড়াও হন স্থানীয় বিজেপি সাংসদ। তুমুল বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল। 


অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে, মালদায় গণনাকেন্দ্রের সামনেই ধর্নায় বসে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু।  উত্তর ২৪ পরগনার বাগদায় এই অভিযোগেই পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। এ দিন কলকাতা থেকে সোজা হিঙ্গলগঞ্জে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এর পর, উত্তরবঙ্গেও যাওয়ার কথা তাদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial