কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়: টিকিট না পেয়ে গোঁজ প্রার্থীর সংখ্যা বাড়ছিল হু হু করে। তৃণমূলেরই (TMC) লোকজন নির্দল প্রার্থী হিসেবে নাম লেখাতে শুরু করেন। তা নিয়ে নির্বাচনী প্রচারে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। বার বার বলেছিলেন যে, নির্দল হিসেবে ভোটে দাঁড়ানো লোকজনকে আর দলে ফেরানো হবে না (Panchayat Elections 2023)। কিন্তু পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই তার উল্টোটা ঘটতে দেখা যাচ্ছে। এমনকি এখন উল্টো সুর শোনা যাচ্ছে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) গলাতেও।


নির্বাচনী প্রচারে বেরিয়ে বার বার গোঁজ প্রার্থীদের দলে ফেরত না নেওয়ার কথা বলেছিলেন অভিষেক। গত ২ জুলাই সুজাপুর থেকে তাঁর বক্তব্য ছিল, "ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, নির্দলদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কারণ একজন নির্দলকেও নেওয়া হবে না দলে।" কিন্তু নির্বাচন মেটার পর থেকে অন্য় দল থেকে তো বটেই, নির্দলদেরও এক এক করে তৃণমূলে ফিরতে দেখা যাচ্ছে।


এ প্রসঙ্গে .কুণাল যদিও দাবি করছেন, বেছে বেছেই দলে ফেরান হচ্ছে। তাঁর বক্তব্য, "ভোটের আগে জেলা সভাপতিদের কাছে জানিয়ে দিয়ে গিয়েছেন কিনা যে, আমরা আলাদা লড়তে চাই না। সেটা কেস টু কেস দেখে জেলা সভাপতিরা নাম সুপারিশ করবেন।"


আরও পড়ুন: Bhangar News: অশান্তির সময় নিষ্ক্রিয়, শান্ত সময়ে আচমকা সক্রিয়, ভাঙড়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন


আর তাতেই প্রশ্ন উঠছে যে, পঞ্চায়েত নির্বাচনের পর, জয়ী বিক্ষুব্ধ নির্দলদের নিয়ে তৃণমূলের নীতিতেও কী সেই পরিবর্তন আসতে চলেছে? এই প্রশ্ন উঠছে কারণ, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক। সেখান থেকে, নির্দলদের নিয়ে বারে বারে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাঁকে। নামখানা থেকেও স্পষ্ট বলতে শোনা যায়, "তৃণমূলের জোড়াফুল চিহ্ন যাঁর কাছে থাকবে, তিনিই প্রার্থী। নির্দল হয়ে দাঁড়ালে, যতদিন তৃণমূল থাকবে, বেইমানগুলিকে আর নেওয়া হবে না।"


কিন্তু নির্বাচন মিটে গিয়েছে। হয়ে গিয়েছে ফল ঘোষণা। বর্তমান পরিস্থিতিতে যেভাবে তৃণমূলে ফেরার হিড়িক বাড়ছে, তা দেখে প্রশ্ন উঠছে যে, এবার কি জয়ী নির্দলদের ফেরানোর জন্য নতুন ফর্মুলা তৈরি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? এ প্রসঙ্গে কুণালের বক্তব্য, "মনোনয়ন করে ফেলেছে, প্রত্যাহারের তারিখ পার হয়ে গিয়েছে, তার দু'দিন পর জেলা সভাপতি এবং নেতাদের বলছেন যে, আলাদা থাকতে চাই না। পার্টিতেই আছি, পার্টিতেই থাকব।" দলের হয়ে সাফাই দিয়ে কুণাল আরও বলেন, "পার্টির হয়ে খাটাখাটুনি করেছে। কিন্তু কোনও কারণে এলাকার মানুষ তাঁদের দু'একজনকে ভোট দিয়ে জিতিয়ে ফেলেছেন। তাঁরা তো আগেই এসে গিয়েছেন!"


তবে তাতে বিতর্ক মিটছে না যদিও। নির্বাচন মিটতেই তৃণমূল 'নির্দল নীতি' বদলে ফেলেছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, যাঁরা নির্দল হয়ে জিতেছেন, তাঁদের জন্য দরজা খোলা, আর যাঁর হেরেছেন তাঁদের জন্য বন্ধ, এ কেমন অবস্থান, উঠছে এমন প্রশ্নও।