রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll 2023) পরিচালনার জন্য় ১০ সদস্যের কমিটি গড়ল তৃণমূল। কমিটিতে রয়েছে জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়ের নাম। এর আগে শাওনিকে অপসারণের দাবি তুলেছিলেন হুমায়ুন কবীর। এনিয়ে তৃণমূল বিধায়ককে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবীর।                   


কমিটি গড়ল তৃণমূল: পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ হুমায়ুন কবীর। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন। পাশাপাশি, মুর্শিদাবাদে নির্বাচন পরিচালনার জন্য কমিটি তৈরি ও জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়ের অপসারণের দাবিতে সরব ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই আবহে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য় বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় ১০ সদস্যের কমিটি গড়ল তৃণমূল। তবে সেই কমিটিতে রাখা হয়েছে জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায়কেও।                             

পঞ্চায়েত ভোটে প্রার্থীপদ ঘিরে শুরু থেকেই মুর্শিদাবাদে তৃণমূলের অন্দরে তুমুল চাপানউতোর চলছিল! বেনজিরভাবে সাংবাদিক বৈঠক করে দলেরই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ান হুমায়ুন কবীর, রবিউল আলম চৌধুরী, সাহিনা মমতাজ এবং আব্দুর রাজ্জাকের মতো তৃণমূল বিধায়করা। পঞ্চায়েত ভোটের মুখে, নির্বাচন পরিচালনার জন্য কমিটি গড়ে কি দ্বন্দ্বে রাশ টানতে পারবে তৃণমূল? সেটাই দেখার।                              


হাতে আর মাত্র কয়েকদিন। পঞ্চায়েত নির্বাচনের আগে অব্যাহত হিংসা, রক্তপাত। এবার গুলি চলল সামশেরগঞ্জে। সেখানে গুলিবিদ্ধ কৃহলেন কংগ্রেসকর্মী। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে  সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছে হাতশিবির। সামশেরগঞ্জেই কংগ্রেস সমর্থকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভাঙল বাড়ির দেওয়াল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উদ্ধার হয় বোমা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Pet Care in Monsoon: বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?