রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির মেটেলিতে অশান্তি। তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের প্রচার সভা থেকে হামলার অভিযোগ মিছিলে হামলার অভিযোগ সিপিএমের। প্রথমে হামলা চালায় সিপিএমই, পাল্টা দাবি তৃণমূলের। পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই দলের।


আর কয়েকদিন বাকি পঞ্চায়েত ভোট। তার আগে জোরকদমে চলছে প্রচার। রবিবারের প্রচারের মাঝেই আচমকা উত্তপ্ত হয়ে উঠল মালবাজারের মেটেলি। মালবাদার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম ও তৃণমূলের তুমুল সংঘর্ষ হয়। একে অপরের দিকে গন্ডগোলের অভিযোগ করেছে।


দুই দলের সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ বাহিনী আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। সিপিএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের জন্য প্রচার চলছিল। মিটিং-মিছিল চলছিল। তার মাঝেই আচমকা কোনওরকম ইন্ধন ছাড়াই হামলা চালায় তৃণমূল। সিপিএম কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন সিপিএম নেতা-কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ সিপিএমের। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে তারা। গোটা ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে।  


পাল্টা সিপিএমের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, সিপিএমই প্রচারের মিছিল থেকে তাদের উপর হামলা চালায়। সেই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও দাবি। 


পঞ্চায়েত ভোটের আবহে বারবার রাজ্যের বিভিন্ন কোণা থেকে রাজনৈতিক হিংসা, হানাহানির অভিযোগ সামনে এসেছে। কোথাও রক্তপাত, কোথাও প্রাণহানির ঘটনা ঘটেছে। মনোনয়ন পর্ব থেকেই এই ছবি দেখা যাচ্ছে রাজ্যে। এরই মাঝে কেন্দ্রীয় বাহিনী দাবিও জোরালো হচ্ছে। এই আবহেও আপাত শান্ত জলপাইগুড়ির মেটেলিও উত্তপ্ত হয়ে উঠল।

উত্তপ্ত মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশের জেলা মুর্শিদাবাদে রানিনগরের নবির মোড় থেকে উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র। ওই এলাকায় আচমকা হানা দেয় পুলিশ। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাহুল শেখ নামে সাগরপাড়ার এক বাসিন্দাকে। পঞ্চায়েত ভোটের আবহে বারবার রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ। একাধিক প্রাণহানি হয়েছে। বোমা বিস্ফোরণ হয়েছে। রবিবার রাতেও প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সামশেরগঞ্জে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা থেকে গুলি চলে। তার জেরে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। মুর্শিদাবাদের এই সামশেরগঞ্জেই রবিবার বিস্ফোরণে কেঁপে উঠেছিল কংগ্রেস কর্মীর বাড়ি। বিস্ফোরণের অভিঘাতে কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। 


আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে