সন্দীপ সরকার, বহরমপুর: ভোটে (Lok Sabha Election 2024) টিকিট নিয়ে এবার দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুুন কবীর (Bharatpur TMC MLA Humayun Kabir)। বহরমপুরে ইউসুফ পাঠানকে (Humayun Kabir On Yousuf Pathan) প্রার্থী করা নিয়ে তীব্র আপত্তি তাঁর। অভিযোগ, 'মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে...ভিন রাজ্য থেকে খেলোয়াড়, কলকাতা থেকে গায়ক এনে লাভ নেই। গায়ক, খেলোয়াড় এনে মোকাবিলা করা যাবে না অধীর চৌধুরীর', দলের প্রার্থী নির্বাচন নিয়েই প্রশ্ন তুলে বিস্ফোরক ভরতপুরের বিধায়ক। 

কী বললেন ভরতপুরের বিধায়ক?ব্রিগেডের 'জনগর্জন সভা' থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিল তৃণমূল। এর মধ্যে বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করার বিষয়টি অনেককেই চমকে দিয়েছে। কংগ্রেস তথা অধীর চৌধুরীর খাসতালুক বলে পরিচিত ওই লোকসভা কেন্দ্রে এক ক্রিকেটারকে দাঁড় করিয়ে 'খেলা' পাল্টে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, এমন গুঞ্জন। তার উপর সংখ্যালঘু সমীকরণের বিষয়টিও মাথায় রাখা হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। যদিও দলেরই বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্য, এই চেষ্টা ফলপ্রসূ হবে না। এবিপি আনন্দের সামনে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'মুর্শিদাবাদের মানুষকে অবহেলা করা হচ্ছে। মুর্শিদাবাদের মানুষ ২২টি আসনের মধ্যে ২০টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। সেই ২০ জনের মধ্যে থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা যেত না? গুজরাত থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসার মানে কী?' রাজনৈতিক কারবারিদের অনেকেরই প্রশ্ন, বিজেপিকে বাংলা-বিরোধী বলে যে তৃণমূল বার বার তোপ দাগে, সেই দল কী ভাবে একাধিক অবাঙালিকে নিজের প্রার্থীতালিকায় রাখল? একসুর শোনা যায় ভরতপুরের বিধায়কের কথায়। প্রসঙ্গত, অতীতে একাধিক বার অন্তর্দ্বন্দ্বের জল্পনা বাড়িয়ে শিরোনামে এসেছেন এই হুমায়ুন কবীর। গত পঞ্চায়েত ভোটের আগে যেমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও নির্দল প্রার্থীদের সমর্থন করার অভিযোগ ছিল হুমায়ুন কবীরের বিরুদ্ধে। তবে তিনি বলেন, 'নির্দলদের সমর্থন করছি, তার প্রমাণ দেখাতে হবে'। 'প্রমাণ ছাড়া কী করে ব্যবস্থা নেবে?' কার্যত দলকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। এবার লোকসভা ভোটের মুখে বহরমপুরের প্রার্থী নিয়ে তাঁর উষ্মাপ্রকাশের পর কী হয়, সেটি এখনই স্পষ্ট নয়। তবে হুমায়ুনের প্রশ্ন, 'আমাকে পছন্দ নাও হতে পারে, কান্দির বিধায়ককেও কেন প্রার্থী করা হল না? মানুষ বহিরাগতদের পছন্দ করেন না। ইউসুফ পাঠানকে ভোট দিয়ে গুজরাতে খুঁজতে যাবে মুর্শিদাবাদের মানুষ?' সঙ্গে সংযোজন, 'মানুষ ইউসুফ পাঠানকে প্রত্যাখ্যান করবে এবং অধীর চৌধুরীকে ভোট দেবে।'অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পর হুমায়ুন কবীর! পর পর এমন মন্তব্যে ভোটের আগে অস্বস্তি বাড়তে পারে তৃণমূলের। কী ভাবে ঘর গোছাবে তারা?

আরও পড়ুন:মাঝরাতে ছাদে ২০ জনের ডাকাত দল ! ডালখোলায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি-মারধর