কলকাতা: আজ থেকে শুরু হল বাংলার মহারণ, বিধানসভা নির্বাচন। ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়ে বাংলা ভাষায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এদিন থেকে শুরু হল অসমের নির্বাচন। অসমীয়া ভাষাতেও ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। 


তিনি লেখেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।



গতকালই বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর। বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ রাজ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে। আর আজই নরেন্দ্র মোদি যাবেন ওড়াকান্দিতে। সেখানেই মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর ও তাঁর ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। এই ওড়াকান্দিকেই মতুয়াদের সর্বোচ্চ তীর্থক্ষেত্র ধরা হয়। 


এদিকে বিধানসভা ভোটের প্রথম দফা নির্বাচনে একাধিক জায়গায় অশান্তির ছবি। আজ সাতসকালে ভগবানপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ। বোমার আঘাত জখম হন পটাশপুর থানার ওসি ও এক কনস্টেবল। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 


খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। রাতভর সন্ত্রাসের অভিযোগ করেন খেজুরির বিজেপি প্রার্থী। এগরায় বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির তরফে বহিরাগতদের এনে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এনিয়ে রাত থেকেই উত্তেজনা ছড়ায়। ভোট শুরুর আগে শালবনিতে উত্তেজনা। শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চা সমর্থিত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ।