পূর্ব মেদিনীপুর:  আজ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। পাঁচ জেলার ৩০ আসনে ভোট। ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি পূর্ব মেদিনীপুরের  ভগবানপুর বিধানসভার সাতশতমালে। সেখানে রাতভর বোমাবাজি চলে বলে অভিযোগ। তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। দুজনকেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।সংঘর্ষ থামাতে গিয়ে ওসি-র সামনেই বোমা ফাটে।

   গন্ডগোলের খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে যায় পটাশপুর থানার পুলিশ।এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।


পূর্ব মেদিনীপুরে আজ সাতটি বিধানসভা আসনে ভোট।প্রথম দফায় পূর্ব মেদিনীপুরের  পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর ও এগরা বিধানসভায় ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ১৭ লক্ষ ৬০ হাজার ৮২৫ জন।


ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৩৭।মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র ৮৮৪টি। পূর্ব মেদিনীপুরে মোতায়েন ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।


প্রথম দফার ভোটের আগের দিনই তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি ছড়াতে বহিরাগতদের ব্যবহার নিয়ে তীব্র বাকযুদ্ধ দেখা যায়। বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের ভোটের কাজে লাগানোর অভিযোগ করেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কে বা কারা বহিরাগত আনে, সবই জানা আছে।


প্রথম দফা ভোটের ২৪ ঘণ্টা আগে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করে রাজ্যের শাসক দল। শুক্রবার, নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের কয়েকটি বিধানসভায় নির্বাচনের দিন যথেষ্ট অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। ভগানপুর, পটাশপুর, এগরা, খেজুরিতে অশান্তির আশঙ্কা প্রকাশ করেন তিনি।


পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, ওনাদের কথা কেউ বিশ্বাস করে না, আগে ওরা কি করেছে সেটা সবার মনে আছে... নন্দীগ্রামে যদি বহিরাগতরা এসে থাকে, এক জনকে সামনে নিয়ে আসুক।


এরইমধ্যে এগরায় বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির তরফে বহিরাগতদের এনে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এনিয়ে রাত থেকেই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।