সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রচারের (Panchayat Election 2023) শেষদিন আজ। তাই জনতার দৃষ্টি আকর্ষণ করতে একেবারে মা কালীর খাঁড়া হাতে প্রচার সারলেন প্রার্থী। মোহনপুর পঞ্চায়েতের (North 24 Parganas) ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার নির্দল প্রার্থী অরিজিৎ দাসের শেষবেলার প্রচারে এই চমক (Last Hour Campaign) তাক লাগিয়েছে অনেককেই।


কী করলেন তিনি?
ভোটযুদ্ধে বাকি মোটে দু'দিন। প্রচারের সময়সীমা শেষ হচ্ছে বেলা পাঁচটায়। তার আগে শেষ চমকটা দিতে চেয়েছিলেন অরিজিৎ দাস। যেমন ভাবা, তেমনই কাজ। একেবারে মা কালীর খাঁড়া হাতে নিয়ে ভোট ময়দানে প্রচার সারলেন দাপিয়ে। বার্তা ছিল একটাই। অশুভ শক্তির বিনাশ করতে মায়ের হাত থেকে এই অস্ত্র তুলে নিয়েছেন, জানান অরিজিৎ। বুঝিয়ে দেন, অশুভ শক্তি ঘিরে ফেলেছে তৃণমূল ও কংগ্রেসকে। তাই নির্বাচনে জিতে তিনি তাঁর  অঞ্চলে শুভ শক্তির বিকাশ করতে চাইছেন। আখেরে এই প্রচার চমকে কোনও কাজ হয় কিনা, সেটা বলবে সময়। তবে এই দিন এই নির্দল প্রার্থীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবারের পঞ্চায়েত ভোটে, এমন চমক দেওয়ার মতো একাধিক খবর সামনে এসেছে। সপ্তাহখানেক আগেই যেমন জানা যায়,  দক্ষিণ ২৪ পরগনার একটি বুথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্বশুর-জামাই।  তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন জামাই সুষেণজিৎ মণ্ডল। আর বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই শ্বশুর পালান পাইক।  দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথ। এই বুথেই মুখোমুখি লড়াই শ্বশুর ও জামাইয়ের। আবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৩ নং বুথের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী একই পরিবারের তিন জা। বোসপাড়া অঞ্চলের বোস বাড়ির তিনজন গৃহবধূ এবার পরস্পরের বিরুদ্ধে ভোট যুদ্ধে লড়াই করছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলী বোস, কংগ্রেসের প্রার্থী নীলিমা বোস এবং বিজেপির প্রার্থী পিংকি বোস একে অন্যের বিরুদ্ধে প্রার্থী। তিনজন একই বাড়িতে থাকলেও তাঁদের হাড়ি আলাদা। একসময় এই বাড়ি কংগ্রেসের বাড়ি বলেই পরিচিত ছিল। এই বাড়ির সদস্য মদনমোহন বোস পঞ্চায়েত ভোটে জিতে সদস্য হয়েছিলেন। এলাকার বেশ কিছুটা উন্নয়ন করেন। কংগ্রেস প্রার্থী নীলিমা বোস বলেন,' ভোটে জিতে এলাকার উন্নয়ন করতে চাই। বিশেষত রাস্তা এবং পানীয় জলের যে অসুবিধা আছে তা দূর করতে চাই।' কিন্তু বাকি দু'জন এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। তাই চলেছে জমাটি প্রচার। পারিবারিক সম্পর্ক চিড় খায়নি তাতে। 
এমনই চমকদার খবরের মধ্যে আজ তাক লাগালেন নির্দল প্রার্থী অরিজিৎ দাস।


আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন