এবার সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। গণনা ২৩ মে।
সম্প্রতি শিখর ধবন, দীপা কর্মকার, দীপা কর্মকার, হিমা দাস, সাক্ষী মালিক সহ একাধিক ক্রীড়া দুনিয়ার নামী তারকাকে ট্যাগ করে বিপুল উত্সাহে ভোটদানের জন্য দেশবাসীকে আবেদন করেছেন। ট্যুইটারে পোস্ট বার্তায় ভোটদানের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে ক্রীড়াবিদদের আহ্বান জানিয়েছেন তিনি।
এই প্রেক্ষাপটেই দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন অশ্বিন। ট্যুইট করেছেন, সবসময় মনে করি, ভোটদান আমাদের গণতন্ত্রের মৌলিক ভিত, অবশ্যই গোটা দেশের প্রতিটি মানুষকে বলব, দেশের প্রতিটি কোণ থেকে ভোট দিতে এগিয়ে আসুন, নিজেদের প্রকৃত, সঠিক নেতা বাছাই করুন। সেইসঙ্গেই লেখেন, নরেন্দ্র মোদি স্যার, আপনাকেও অনুরোধ করছি, আইপিএল খেলা প্রতিটি ক্রিকেটার যাতে তাঁর নিজের কেন্দ্রে ভোটের সময় তিনি ম্যাচ উপলক্ষ্যে যে শহরে থাকবেন, সেখানেই ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করুন। যদিও অশ্বিনের আবেদনের ফয়সালা করার কথা নির্বাচন কমিশনের।
ঘটনাচক্রে অশ্বিন চেন্নাইয়ের ছেলে, কিন্তু টি-২০ লিগে তিনি খেলছেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। আবার মহেন্দ্র সিংহ ধোনি রাঁচির হলেও নেতৃত্ব দিচ্ছেন চেন্নাই সুপার কিংসের। আইপিএলের নির্ঘন্ট অনুসারে যেদিন যাঁর শহরে ভোট, সেদিন তিনি হয়তো থাকবেন অন্য শহরে।