সমীরণ পাল ও ভাস্কর মুখোপাধ্য়ায়, উত্তর ২৪ পরগনা: আইএসএফ (ISF) প্রার্থীর জয় আটকাতে তৃণমূল (TMC) প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠল নিজের দলেরই কর্মীদের বিরুদ্ধে। হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল মণ্ডলের বাবার দাবি, আইএসএফ প্রার্থী ইসমাইল মণ্ডলের জয়ের শংসাপত্রে বিরোধী প্রার্থীর সই দরকার। অভিযোগ, সই আটকাতে নিজেদের প্রার্থীকেই গতকাল গণনা কেন্দ্র থেকে অপহরণ করে তৃণমূল। ভয়ে এখনও থানায় যেতে পারেনি নিখোঁজ তৃণমূল প্রার্থীর পরিবার। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


ভোটে জিততে, ব্য়ালট ছিনতাই, ব্য়ালটের ওপর কালি ছড়িয়ে দেওয়া, জল ঢেলে দেওয়া, এমনকী ব্য়ালট খেয়ে ফেলার পর্যন্ত অভিযোগ উঠেছে পঞ্চায়েত ভোট থেকে গণনাপর্বে (Panchayat Election)। এবার, বিরোধী প্রার্থীর জয়ের শংসাপত্র পাওয়া আটকে দিতে, তৃণমূল প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠল তাঁরই দলের বিরুদ্ধে! উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইল। কিন্তু ৫৭ নম্বর বুথটি ছিনিয়ে নেয় ISF। তৃণমূল প্রার্থী মহম্মদ ইসমাইলকে ভোটে হারিয়ে দেন ISF প্রার্থী ইসলমাইল মণ্ডল। 


নিয়ম অনুযায়ী, বিজয়ী প্রার্থীর সার্টিফিকেটে তাঁর প্রতিদ্বন্দ্বীর সই লাগে। পরিবারের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকেই অদ্ভূতভাবে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে, তাঁকে শেষবার হাবড়া ২ নম্বর ব্লকের গণনাকেন্দ্র, অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাইস্কুলে দেখা যায়। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না বলে দাবি। পরিবারের অভিযোগ, আইএসএফ প্রার্থীর জয়ের শংসাপত্রে যাতে তৃণমূল প্রার্থী সই করতে না পারে, তাই, তাঁকে অপহরণ করে শাসক দলই। 


অভিযোগ অস্বীকার তৃণমূলের পুলিশ সূত্রে খবর, প্রায় ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, বুধবার, উত্তর ২৪ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকায় খোঁজ মেলে তৃণমূল প্রার্থীর। তবে, তাঁর উধাও হয়ে যাওয়ার পিছনে কী রহস্য়, তা এখনও স্পষ্ট নয়।  অন্য়দিকে, ভোটের ফল ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না, বীরভূমের মল্লারপুরের জয়ী বিজেপি প্রার্থীর স্বামীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের কুসমি গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী সাধনা বাগদী। 


পরিবারের দাবি, এরপর, সন্ধে থেকেই নিখোঁজ, তাঁর স্বামী, বিজেপি নেতা প্রভাকর বাগদি। সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ-রহস্যের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। মল্লারপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে বিজেপি নেতার পরিবার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial