নয়াদিল্লি: 'চৌকিদার চোর হ্যায়'। রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে প্রায় প্রতিটি জনসভায় এই ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করছেন রাহুল গাঁধী। যা নিয়ে বিপাকেও পড়তে হয়েছে কংগ্রেস সভাপতিকে। নিজের বক্তব্য সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে জুড়ে দেওয়ার অভিযোগে সোমবারই শীর্ষ আদালতে দুঃখপ্রকাশ করতে হয়েছে তাঁকে। তবু, রাহুল বুঝিয়ে দিয়েছেন, একই অস্ত্রে ফের প্রতিপক্ষকে বিঁধতে তৈরি তিনি।

সোমবার হিন্দিতে একটি টুইট করেন রাহুল। যাতে তিনি ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী মোদিকে। রাহুল লিখেছেন, '২৩ মে জনতার আদালতে ঠিক হয়ে যাবে যে, পদ্মফুল মার্কা চৌকিদার আসলে চোরই। সুবিচার হবে। গরীবদের লুঠ করে ধনী বন্ধুদের লাভের রাস্তা খুলে দেওয়া চৌকিদারের শাস্তি হবে।'




২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল বেরবে। সেদিনই স্পষ্ট হয়ে যাবে, দিল্লির মসনদে মোদি থাকবেন, নাকি নতুন কোনও প্রধানমন্ত্রী পাবেন দেশ পরিচালনার দায়িত্ব। রাহুলের দাবি, জনতার আদালতে সেদিনই জবাব পেয়ে যাবেন মোদি।