বেঙ্গালুরু, তিরুবন্তপুরম: আশঙ্কাই সত্যি হল। শ্রীলঙ্কায় ইস্টার সানডে-তে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ভারতীয়রাও। সোমবার সেই দুঃসংবাদ জানালেন কর্নাটক ও কেরলের দুই মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও পিনারাই বিজয়ন। সোমবার ট্যুইট করে কুমারস্বামী জানিয়েছেন, এই আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন জনতা দলের (সেকুলার) চার সক্রিয় কর্মী। লক্ষ্মণ গৌড়া রমেশ, কে এম লক্ষ্মীনারায়ণ, এম রঙ্গাপ্পা, কে জি হনুমানথারাপ্পা, এই চার জনের মৃত্যুর খবর জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সঙ্গে আরও ৩ জনের নিখোঁজ হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও একজন কেরল বাসীর মৃত্যুর খবর সামনে এনেছেন। ইস্টার সানডে-তে বোমা বিস্ফোরণে  ৫৮ পি এস রাসিনা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলা জানা গিয়েছে। তাঁর দেহ খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনাতে তত্পর হয়েছেন বিজয়ন।





প্রসঙ্গত, রবিবারই ট্যুইট করে শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছেন কুমারস্বামী। একই সঙ্গে শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, “যে ৪ জন প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই দলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”


পিনারাই বিজয়ন তাঁর বক্তব্যে ‘সাম্প্রদায়িক হানাহানির’ উল্লেখ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, “আমাদের মাথায় রাখতে হবে, ইস্টার সানডে-তে ঘটনাটি ঘটেছে। এটা আসলে সাম্প্রদায়িক অসহিষ্ণুতারই বার্তা বহন করছে। দেশকে এই সঙ্কট থেকে বাঁচাতে হবে। যে পরিবারগুলো প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি।”


প্রসঙ্গত, রবিবার পরপর বোমা বিস্ফোরণে শ্রীলঙ্কায় অন্তত ২৯০ জন প্রাণ হারিয়েছেন। আহত প্রায় ৫০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।