কলকাতা : আজ রাজ্যের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। দিনকয়েক আগেই প্রথম দফায় গোটা দেশজুড়ে ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। যার মধ্যে রয়েছে বঙ্গের ২০ প্রার্থীর নাম। বাম-কংগ্রেস বা আইএসএফ এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। এই পরিস্থিতিতি ২০টি কেন্দ্রে তৃণমূল ও বিজেপির কোন কোন প্রার্থী একে অপরের মুখোমুখি হচ্ছেন ? 

তৃণমূল ও বিজেপির প্রার্থী-

কেন্দ্র তৃণমূল প্রার্থী  বিজেপি প্রার্থী
কোচবিহার জগদীশচন্দ্র বাসুনিয়া নিশীথ প্রামাণিক
আলিপুরদুয়ার প্রকাশ চিক বরাইক মনোজ টিগ্গা
বালুরঘাট বিপ্লব মিত্র সুকান্ত মজুমদার
মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মু
মালদা দক্ষিণ শাহনওয়াজ আলি রেহান শ্রীরূপা মিত্র চৌধুরী
বহরমপুর ইউসুফ পাঠান নির্মল সাহা
মুর্শিদাবাদ আবু তাহের খান গৌরিশঙ্কর ঘোষ
রানাঘাট মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকার
বনগাঁ বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুর
বাঁকুড়া অরূপ চক্রবর্তী  সুভাষ সরকার
বিষ্ণুপুর সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁ
বোলপুর অসিত মাল প্রিয়া সাহা
কাঁথি উত্তম বারিক সৌমেন্দু অধিকারী
হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া শান্তিরাম মাহাতো জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর সায়নী ঘোষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর প্রতিমা মণ্ডল অশোক কান্ডারি
ঘাটাল দেব হিরণ্ময় চট্টোপাধ্যায়
আসানসোল শত্রুঘ্ন সিন্হা সরে দাঁড়িয়েছেন পবন সিংহ
হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় রথীন চক্রবর্তী

এদিকে তৃণমূল সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ার পর নিজেদের অসন্তোষ চাপা রাখেনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে এবার সরব হল কংগ্রেস। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "কংগ্রেস বারবার ইচ্ছাপ্রকাশ করেছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে সম্মান রেখে জোট করার। জাতীয় কংগ্রেস সবসময় চেয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে কোনও সমঝোতায় আসুক দুই দল, একতরফা ঘোষণা করে নয়। কংগ্রেস সবসময় চেয়েছে I.N.D.I.A ব্লক একযোগে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক।" প্রসঙ্গত, বিজেপিকে রুখতে জাতীয় স্তরে গঠিত হয়েছে I.N.D.I.A ব্লক । যৌথভাবে লোকসভা ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, এর আগে দেখা গেছে, বিহারে নীতিশ কুমার সেই জোট থেকে সরে গিয়ে এনডিএ শিবিরে নাম লিখিয়েছেন। এবার পৃথকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূলও। অবশ্য, ভোটের ফল বেরনোর পর ভবিষ্যতে কী সমীকরণ দাঁড়ায় তা সময় বলবে, এমনই বলছে রাজনৈতিক মহল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে