নয়াদিল্লি: ছাত্র রাজনীতি থেকে নির্বাচনী ক্ষেত্রে প্রবেশ। আগাগোড়াই খবরের শিরোনামে থেকেছেন কানহাইা কুমার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা থাকাকালীনই বিস্তর বিতর্ক হয়েছিল তাঁকে ঘিরে, জেলযাত্রাও হয় সেই সময়। এর পর, বাম শিবির থেকে কংগ্রেসে যাওয়া নিয়েও বিতর্কে পড়েন। এমনকি তাঁকে উত্তর-পূর্ব দিল্লিতে প্রার্থী করা নিয়ে জলঘোলা হয় কংগ্রেসের অন্দরেও। তবে কানহাইয়া আপাতত প্রচার নিয়েই ব্যস্ত। লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন তিনি, তাতে নিজের আয় এবং সম্পত্তির খতিয়ান দিলেন। (Kanhaiya Kumar Assets)


এর আগে, বেগুসরাই থেকে কানহাইয়াকে প্রার্থী করেছিল বামেরা। কংগ্রেস সরারি উত্তর-পূর্ব দিল্লিতে প্রার্থী করেছে তাঁকে, দাঙ্গা, হিংসা, অশান্তির জেরে গত কয়েক বছরে যে কেন্দ্র বার বার ক্ষমতায় উঠে এসেছে। সেখান থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কানহাইয়া। তিনি জানিয়েছেন, গত পাঁচ অর্থবর্ষে তাঁর আয় ছিল যথাক্রমে ১৮ লক্ষ ৩২৮, ৭০ হাজার ৫০০ টাকা, ১ লক্ষ ৯৫ হাজার ৭৫৯, ৯০ হাজার ১৮৯ এবং ১ লক্ষ ৬৫ হাজার ৪৯ টাকা।(Kanhaiya Kumar Affidavit)


কানহাইয়ার বিরুদ্ধে মোট সাতটি অপরাধ মামলা রয়েছে। গুয়াহাটিতে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২০১৯ সালে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন, অনুমতি ছাড়া সভার আয়োজন, পটনা AIIMS-এর চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ, দুর্গাপুজো ঘিরে অশান্তি, জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ে থাকাকালীন দেশ বিরোধী কাজকর্মের ধারায় মামলা রয়েছে কানহাইয়ার বিরুদ্ধে।


একনজরে কানহাইয়ার সম্পত্তি-



  • অস্থাবর- ৮ লক্ষ ৭ হাজার ৯৬৬ টাকা

  • স্থাবর- ২ লক্ষ ৬৫ হাজার টাকা

  • ঋণ- নেই


আরও পড়ুন: Srijan Bhattacharya Assets: পূর্ণ সময়ের CPM কর্মী এখন লোকসভার প্রার্থী, ১ কোটি টাকার বেশি সম্পত্তি সৃজনের


কমিশনে কানহাইয়া জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ১ লক্ষ ২৮ হাজার ৫০০ টাকা রয়েছে। JNU নিউ ক্যাম্পাসের SBI শাখায় ৪ লক্ষ ৫২ হাজার টাকা রয়েছে তাঁর। বিহারের বেগুসরাইয়ের ব্যাঙ্ক অফ বরোদা শাখায় রয়েছে ২ লক্ষ ২৭ হাজার ৪০৯ টাকা। সবমিলিয়ে ৮ লক্ষ ৭ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে কানহাইয়ার।


বিহারের মসনদপুরে ৮৫.০৮ স্কোয়্যার ফুটের একটি জমি রয়েছে কানহাইয়ার নামে, যার বর্তমান বাজারমূল্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা। স্থাবর সম্পত্তি বলতে ওইটুকুই, কমিশনকে এমনটাই জানিয়েছেন তিনি।ব্যাঙ্ক বা কোনও ব্যক্তির থেকে কোনও টাকা ঋণ নেননি তিনি। কানহাইয়া জানিয়েছেন বই লিখে যে রয়্যালটি পান তিনি, তা-ই তাঁর আয়ের উৎস।


নিজের শিক্ষাগত যোগ্যতার খতিয়ানও কমিশনকে দিয়েছেন কানহাইয়া। তিনি জানিয়েছেন, পটনার মোকামার RRS কলেজ থেকে পাশ করে মগধ বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল অনার্সে স্নাতক হন তিনি। এর পর নালন্দা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। এর পর সেখান থেকেই পিএইচডি সম্পূর্ণ করেন কানহাইয়া।