কলকাতা: ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বরাবরই। নির্বাচনী রাজনীতিতে এবার বড় সুযোগ। লোকসভা নির্বাচনে সরাসরি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিএম। সেখানে তৃণমূলের সায়নী ঘোষ এবং বিজেপি-র অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই তাঁর। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোটগ্রহণ যাদবপুরে, তার আগে নির্বাচন কমিশনকে নিজের আয়-ব্যয়, সম্পত্তির খতিয়ান দিলেন সৃজন। (Srijan Bhattacharya Assets)


গত পাঁচ অর্থবর্ষে নিজের আয়ের খতিয়ান জানাননি সৃজন। স্ত্রী তৌশালী রায়নারও রোজগারের কোনও খতিয়ান তুলে ধরেননি তিনি। সৃজন জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ছয়টি অপরাধমূলক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ, পুলিশের নির্দেশ অমান্য, যানজটসৃষ্টি, বিশ্ববিদ্যালয়ের সামনে বেআইনি জমায়েত, ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, জোর করে ভিড় নিয়ে পুরসভায় ঢোকার চেষ্টা, অতিমারির বিধিনিষেধ লঙ্ঘন, সরকারি কর্মীকে কাজে বাধাদানের ধারায় মামলা রয়েছে সৃজনের বিরুদ্ধে। (Srijan Bhattacharya Affidavit)


সৃজন কমিশনকে জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ২৫০০ টাকা রয়েছে। SBI-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখায় নির্বাচনী খরচ-খরচার জন্য ৮ লক্ষ ৫ হাজার টাকা রয়েছে সৃজনের। বালিগঞ্জ SBI-তে লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা, কসবার Indian Bank-এ ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা রয়েছে তাঁর। স্ত্রী তৌশালীর হাতে নগদ ৬০০০ টাকা রয়েছে। চৌরঙ্গির SBI-তে তাঁর ৫৬ হাজার ৮৪৬ টাকা রয়েছে, বর্ধমানের পঞ্জাব ব্যাঙ্কে রয়েছে ১৭ হাজার ৪০৫ টাকা।


একনজরে সৃজনের সম্পত্তি



  • স্থাবর- ৪১ লক্ষ টাকা

  • অস্থাবর- ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা


সৃজনের স্ত্রীর সম্পত্তি-



  • অস্থাবর- ৪১ লক্ষ ৭ হাজার ৮৮৬ টাকা

  • স্থাবর- নেই


আরও পড়ুন: Loksabha Election 2024 : 'কতদিন পর ট্রেনে উঠলাম' জনসংযোগে লোকাল ট্রেনে রচনা, তুললেন সেলফি, দিলেই সই


HDFC-তে যথাক্রমে ৩ লক্ষ ৫ হাজা ২১০, ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯, ২ লক্ষ ৩৫ হাজার ৬৫৮, ২ লক্ষ ৪ হাজার ৯২১, ২ লক্ষ, ৫৮ হাজার ৬৮৫, ১ লক্ষ টাকা রয়েছে সৃজনের। বালিগঞ্জ SBI PPF-এ ৬ লক্ষ ৫৪ হাজার ৬৫৫ টাকা রয়েছে। UTI মিউচুয়াল ফান্ডে ১৪ লক্ষ ২২ হাজার ১৭৯ টাকা বিনিয়োগ রয়েছে তাঁর। Union MF-এ ৪ লক্ষ, ICICI Prudentian MF-এ ২১ লক্ষ, Mitra Asst. মিউচুয়াল ফান্ডে ৪ লক্ষ ৯ হাজার ৮৮৭ টাকা বিনিয়োগ করেছেন। LIC-তে যথাক্রমে ১ লক্ষ ৮০ হাজার ২৯৭ টাকা, ৩০ হাজার ৫৩৭ টাকা, ৬৩ হাজার ৩২৫ টাকা, ৪ লক্ষ ৯ হাজার ৫৩০ টাকা, ৯ লক্ষ ৪ হাজার ৩৩০ টাকা, ১ লক্ষ ১২ হাজার ৩৪৮ টাকা, ৪ লক্ষ ২৭ হাজার ৯২৭ টাকা, ১২ হাজার ৫৬০ টাকা, ২৬ হাজার ১৫৮ টাকা. ২৯ হাজার ৬০১ টাকা, ৩৫ হাজার ৩৬৫ টাকা, ৪০ হাজার ২২৭ টাকা, ১ লক্ষ ৬৪ হাজার ৬৪০ টাকা, ২ লক্ষ ৩৬ হাজার ৯০৫ টাকা, ৫ লক্ষ ৮৯ হাজার ৪৫৫ টাকা, ৪ লক্ষ ৫ হাজার ৮২৪ টাকা, ৬৭ হাজার ৭৮০ টাকা, ২ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকার বিমা করেছেন সৃজন। স্ত্রী তৌশালীর PPF অ্যাকাউন্টে ৩২ হাজার ৬৩৫ টাকা জমা রয়েছে। NSC রয়েছে ৮০ হাজার টাকার। তৌশালীর কাছে ২ লক্ষ ২৫ হাজার টাকার সোনা রয়েছে।


কসবা রাজডাঙায় যৌথ ভাবে কেনা ১১০০ স্কোয়্যার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে সৃজনের, যার মধ্যে ২৭৫ স্কোয়্যার ফুট তাঁর ভাগে পড়ে। শান্তিনিকেতনে যৌথ ভাবে কেনা একটি বাড়িও রয়েছে তাঁর। ৬১০ স্কোয়্যার ফুটের ওই বাড়ির ৩০৫ স্কোয়্যার ফুট সৃজনের প্রাপ্য। ওই দুই সম্পত্তিতে সৃজনের যে অংশ রয়েছে, তার বর্তমান বাজারমূল্য যথাক্রমে ১৫ লক্ষ এবং ২৬ লক্ষ টাকা।


সবমিলিয়ে সৃজনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ হাজার ৮০ টাকার। স্ত্রী তৌশালীর ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। সৃজনের স্থাবর সম্পত্তির মূল্য ৪১ লক্ষ টাকা। তৌশালীর কোনও স্থাবর সম্পত্তি নেই বলে জানিয়েছেন সৃজন। তাঁদের দু’জনেরই কোনও ঋণ নেই। পেশায় নিজেকে সমাজকর্মী হিসেবে দেখিয়েছেন সৃজন। দল থেকে পারিশ্রমিক পান বলে জানিয়েছেন। স্ত্রী তৌশালী চাকুরিরতা, বেতন পান। ২০১৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সৃজন।