মনোজ বন্দ্য়োপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কর্ণাটক জয়ের আগাম উচ্ছ্বাস বঙ্গেও (Karnataka Election Result 2023)। দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় এলাকায় জেলা কংগ্রেস পার্টি অফিসের সামনে ঢাক-ঢোল বাজিয়ে চলল আবির খেলা। বিলি করা হল মিষ্টি।


 কর্ণাটক জয়ের আগাম উচ্ছ্বাস বঙ্গেও


শিলিগুড়ির হাশমি চকে ব্যান্ড বাজিয়ে বিজয় মিছিল করলেন কংগ্রেস কর্মীরা। জেলা কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে শুরু করে শহর পরিক্রমা করে মিছিল। নেতৃত্বে ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার।অধীর-গড়ে কংগ্রেসের বিজয়োৎসব। বহরমপুরে পার্টি অফিসের বাইরে আবির মাখলেন কংগ্রেস কর্মীরা। ব্যান্ড বাজিয়ে চলল নাচ।পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফে মিছিল। আবির মাখিয়ে, মিষ্টি খাইয়ে চলল বিজয়োৎসব পালন করলেন কংগ্রেস কর্মীরা। 


সকাল থেকেই ভোটের ফল অনুকুল হতে পারে আঁচ পেয়ে উদযাপন শুরু হয় কংগ্রেসে


তবে এদিন সকালে গণনা শুরু হওয়ার কিছুটা পর থেকেই ভোটের ফল অনুকুল হতে পারে আঁচ পেয়ে ইতিমধ্যেই উৎসবের আবহ কংগ্রেসে। কর্নাটকে তো বটেই, দিল্লিতেও চলছে হোম-যজ্ঞ। সূত্রের খবর, ভোটগণনা চলাকালীনই দলের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসতে বলে কংগ্রেস। ২০১৯-এর বিধায়ক হাতছাড়া হওয়ার পুনরাবৃত্তি আটকাতেই এই সতর্কতা বলে দলীয় সূত্রে খবর।


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছে ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে। 


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছিল ৭৩.১৯ শতাংশ


২০১৮-র রেকর্ড ভেঙে কর্নাটকে এবার ভোট পড়েছিল ৭৩.১৯ শতাংশ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের একমাত্র রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে ১৯টি সভা ও ৬টি রোড শো করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারে নামেন অমিত শাহ, জেপি নাড্ডারাও। লড়াইয়ে টক্কর দিতে রাহুল, সনিয়া থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, সকলেই প্রচার করেছেন কর্নাটকে।