সিমলা: গণনা শুরু হয়েছে মাত্র কয়েক ঘণ্টা হল। তাতেই প্রাক নির্বাচনী সমীক্ষার সঙ্গে মিলে যাচ্ছে হিসেব (Karnataka Election Results 2023)। বিজেপি-কে পিছনে ফেলে কর্নাটকে দৌড়ে গিয়েছে কংগ্রেস (Congress)। যে সংখ্যক আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে তারা, তা-ই ম্যাজিক সংখ্যা পেরিয়ে গিয়েছে। তাতে কর্মী-সমর্থকরা যখন মেতে উঠেছেন, সেই সময় শিমলার মন্দিরে দেখা মিলল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরার (Priyanka Gandhi Vadra)। নিষ্ঠাভরে মন্দিরে পুজো দিলেন তিনি, সারলেন প্রার্থনা।
শনিবার সকালে কর্নাটকে যখন ভোটগণনা চলছে, সেই সময় শিমলার জাখু এলাকায় হনুমান মন্দিরে পৌঁছন প্রিয়ঙ্কা। দেশের সমৃদ্ধির জন্যই তিনি প্রার্থনা সারতে গিয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এ দিন মন্দিরে নিজেহাতে আরতিও করেন প্রিয়ঙ্কা। উপুড় হয়ে মন্দিরের বেদিতে মাথা ঠোকেন। খবর ছড়িয়ে পড়তে মন্দিরের বাইরে তখন লোক জমতে শুরু করেছে। হাসিমুখে তাঁদের ছবি তোলার আবদারও মেটান।
এ বারে কর্নাটক বিধানসভা নির্বাচনে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকেও। রাহুল গাঁধী যখন ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে ব্যস্ত, সেই সময় কর্নাটকে নিয়মিত আসা-যাওয়া করেছেন প্রিয়ঙ্কা। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বসে কৌশল রচনা করেছেন। সাজিয়েছেন প্রচারকৌশল। নিজে পথসভা করেছেন জায়গায় জায়গায়। তার ফাঁকে হোটেল রেস্তরাঁয় ঢুকে খুন্তিও নাড়তে দেখা গিয়েছে প্রিয়ঙ্কাকে।
এ দিন ভোটগণনার সময় তাই প্রিয়ঙ্কার মন্দিরে ছুটে যাওয়ার নেপথ্যে আবেগ কাজ করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, দীর্ঘদিনের ইতস্ততা কাটিয়ে রাজনীতিতে পা রাখেন প্রিয়াঙ্কা। তবে হিমাচলই প্রথম সাফল্য এনে দেয় তাঁকে। রাহুলের অনুপস্থিতিতে সেখানেও প্রচারকার্যেকর দায়িত্ব সামলান। তবে কর্নাটকের জয় প্রিয়ঙ্কাকে রাজনীতিতে আরও অনেকটা এগিয়ে দিল বলে মনে করছেন সকলে। কারণ এই জয়. ২০২৪০-এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের হাত কিছুটা হলেও শক্ত করল।
আরও পড়ুন: Pawan Khera: 'সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করব', মোদিকে নিশানা Congress নেতা পবন খেরার
এই মুহূর্তে কর্নাটকে ক্ষমতাবদল হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে দেখা দিয়েছে। ফলাফলে অনেক এগিয়ে রয়েছে কংগ্রেস। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি। এখনও পর্যন্ত ২২৪ আসনের বিধানসভায় ১১৪টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে, কিং মেকার হওয়ার দৌড়ে এগিয়ে জেডিএস। এখনও পর্যন্ত ৩০টি আসনে এগিয়ে কুমারস্বামীর জেডিএস। ভোট শতাংশেও বিজেপি-র থেকে এগিয়ে কংগ্রেস
এখনও পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ, জেডিএস পেয়েছে ১৩ শতাংশ ভোট। দল ভাঙানো রুখতে বাড়তি সতর্কতা কংগ্রেস শিবিরে। হেলিকপ্টারে জয়ী বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে আগামীকাল জয়ী কংগ্রেস বিধায়কদের বৈঠক। সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিধায়কদের সরানো হবে গোপন আস্তানায়।