বেঙ্গালুরু: প্রত্যাশা ছিল চরমে, কিন্তু দানা বেঁধেছিল আশঙ্কার মেঘও। শেষমেশ কর্নাটক হাতছাড়াই হল বিজেপি-র। আর তার সঙ্গে সঙ্গেই দক্ষিণের একমাত্রা রাজ্য হাতছাড়া হয়ে গেল  তাদের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে এই পরাজয় বিজেপি-কে (BJP) ভোগাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল (Karnataka Election Results 2023)। 


দক্ষিণ ভারতের আর কোনও রজ্যে প্রধান বিরোধীও নয় বিজেপি


দক্ষিণ ভারতে এতদিন কর্নাটকেই একমাত্র শাসন টিকেছিল বিজেপি-র। শুধু শাসনই নয়, সেখানে তাদের ভিতও মজবুত ছিল যথেষ্ট। তার বাইরে কোথাও প্রধান বিরোধী হিসেবেও তাদের অস্তিত্ব নেই। এমনকি আশেপাশের, তামিলনাড়ু,র এমকে স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাও, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সঙ্গেও সুসম্পর্ক তেমন নেই গেরুয়া শিবিরের। 


এ বছরের শেষ দিকে তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানেও যদি কর্নাটকের পুনরাবৃত্তি ঘটে, সে ক্ষেত্রে ২০২৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারত থেকে আর তেমন আশা থাকবে না বিজেপি-র। বরং আঞ্চলিক দলগুলির আধিপত্যই বজায় থাকবে। দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি-র হিন্দুত্ব তাস কাজ করছে না বলেই এমন ফলাফল বলেও মত রাজনৈতিক মহলের একাংশের।


আরও পড়ুন: Karnataka Election Results 2023: ‘আজও ভালবাসার কদর রয়েছে এই দেশে’, কর্নাটকে জয়ের পর প্রতিক্রিয়া রাহুলের


অন্য দিকে, কর্নাটকের মতো বিজয়ী না হলেও, তেলঙ্গানায় যদি সামান্যও মাথা তুলে দাঁড়াতে পারে কংগ্রেস, লোকসভা নির্বাচনের আগে আরও শক্তি বাড়বে তাদের। কর্নাটক হাতছাড়া হওয়ার মাশুলও বিজেপি-কে গুনতে হতে পারে। কারণ আইটি হাব বলে পরিচিত বেঙ্গালুরুতে একাধিক শিল্প সংস্থার সদর দফতর রয়েছে। স্টার্টআপ সংস্থাগুলিক ভরকেন্দ্রও এই বেঙ্গালুরু। একাধিক বড় সংস্থা, বিদেশই বিনিয়োগ, সবের উপর থেকেই আধিপত্য হারাতে চলেছে বিজেপি।


কর্নাটকের পরাজয়ের ধাক্কা সইতে পারবে বিজেপি!


ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্পোরেট সহযোগিতাও বিজেপি-র হাতছাড়া হবে বলে আশাবাদী বিরোধী দলগুলি। যে কারণে কর্নাচটক ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে ঝাঁপিয়ে পড়তে কেউ পিছপা হননি। একই ভাবে কর্নাটককে দক্ষিণ ভারতের প্রবেশ পথ হিসেবে দেখলেও, বিজেপি-র ক্ষয়ক্ষতিই বেশি চোখে পড়ছে। তাই কর্নাটকে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে বিজেপি-র সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কর্নাটকের এই পরাজয়, আগামী দিনে দক্ষিণ ভারতে বিজেপি-র সংগঠনেও প্রভাব ফেলতে পারে।