কলকাতা : সবুজ, গেরুয়া কিংবা লাল। সব দলেরই, লক্ষ্য এখন লাল, মানে ধর্মতলা চত্বরের ওই ছোট লালবাড়ি। কলকাতা পুরসভা। আর মাত্র তিনটে দিন। তারপরই কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে শহরবাসী। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৪ হাজার ৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে সমীক্ষা করেছেন সমীক্ষকরা। CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর প্লাস মাইনাস তিন শতাংশ থেকে প্লাস মাইনাস পাঁচ শতাংশ। 


কলকাতা পুরসভায় মোট ওয়ার্ড – ১৪৪। আর ম্যাজিক ফিগার – ৭৩।


দেখে নেওয়া যাক কী হতে পারে আসন্ন কলকাতা পুরভোটের ফলাফল, কী তথ্য উঠে এল সি ভোটারের সমীক্ষায়-


কলকাতা পুরভোটে কোন দল ক’টি ওয়ার্ডে জিততে পারে? (C VOTER SURVEY)


তৃণমূল – ১৩০


বিজেপি – ১৩


বাম – ১


কংগ্রেস – 0


অন্যান্য – 0


(C VOTER’এর সমীক্ষা)


কলকাতা পুরভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে?


তৃণমূল – ৫২%


বিজেপি – ২৪%


বাম – ৯%


কংগ্রেস – ৩%


অন্যান্য – ১২%


(C VOTER’এর সমীক্ষা)


একঝলকে কলকাতা পুরভোট – ২০১৫-র ফলাফল


মোট আসন - ১৪৪ 


তৃণমূল - ১১৩


বাম -  ১৬


বিজেপি - ৭


কংগ্রেস - ৫


অন্যান্য - ৩


একঝলকে ২০২১’এর বিধানসভার ওয়ার্ডভিত্তিক ফল কলকাতা পুরসভা ফলাফল


মোট আসন - ১৪৪ (সাব হেডিং)


তৃণমূল - ১৩৩


বিজেপি - ১০


কংগ্রেস - ১


বাম -  0


অন্যান্য - 0


একঝলকে কলকাতা পুরভোটে নির্দলদের জয় 


সাল              জয়ী নির্দল প্রার্থী


২০১৫           ৩


২০০৫           ২