KMC Election 2021 Live: রাজভবন থেকে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

Kolkata Municipal Election 2021 Live Updates: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৬৩ শতাংশ। কলকাতা পুরভোটে ঝরল রক্ত। শিয়ালদা স্টেশনের কাছে টাকি স্কুলের সামনে বোমা ফেটে গুরুতর আহত ভোটার।

abp ananda Last Updated: 19 Dec 2021 08:34 PM
KMC Election 2021 Live: এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা, কটাক্ষ মমতার

ভোট হয়েছে শান্তিপূর্ণ। সব বুথে এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা। কটাক্ষ তৃণমূল নেত্রীর।

KMC Election 2021 Live: কমিশনের সঙ্গে দেখা করতে ভিতরে গেলেন শুভেন্দু, জয়প্রকাশ

পুলিশের সঙ্গে বচসা। কমিশনের সঙ্গে দেখা করতে ভিতরে গেলেন শুভেন্দু, জয়প্রকাশ।

KMC Election 2021: রাজভবনে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল

সল্টলেকের বাড়িতে প্রায় ৩ ঘণ্টা পুলিশি ঘেরাটোপে থাকার পর রাজভবনে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক। বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই। উত্তর কোরিয়ার মতো শাসন চলছে। ভোটের নামে প্রহসন হয়েছে। রাজভবন থেকে বেরিয়ে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

KMC Election 2021 Live: গণতন্ত্রের উৎসবে সামিল হলেন টালিগঞ্জের সেলিব্রিটিরা

গণতন্ত্রের উৎসবে সামিল হলেন টালিগঞ্জের সেলিব্রিটিরা। সাধারণ ভোটারদের মতো ভোটের লাইনে দাঁড়ান তারকারাও। ভোট দিলেন দেব, চিরঞ্জিৎ, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ।

KMC Election 2021: আক্রান্ত ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী

ভোটের শেষ মুহূর্তে আক্রান্ত ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি। ভুয়ো ভোটারের অভিযোগে একজনকে ধাওয়া করে মাঝরাস্তায় ধরে ফেলার পরেই হামলা। অচৈতন্য অবস্থায় নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম থেকে ফেরানোর অভিযোগ। নিয়ে যাওয়া হল অ্যাপোলো হাসপাতালে।

KMC Election 2021 Live: ভোটের শেষ মুহূর্তে আক্রান্ত ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি

ভোটের শেষ মুহূর্তে আক্রান্ত ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি। রাস্তায় ফেলে বেধড়ক মার। ট্রায়াঙ্গুলার পার্কের পিছনে হামলা। 

KMC Election 2021 Live: মেটিয়াবুরুজে নির্দল প্রার্থীর অনুগামীদের বেধড়ক মারধর

মেটিয়াবুরুজে নির্দল প্রার্থীর অনুগামীদের বেধড়ক মারধর, মাথা ফাটল নির্দল প্রার্থী রুবিনা নাজের অনুগামীর।

KMC Election 2021: রবীন্দ্র সরণির ভোটকেন্দ্রে তালা ঝোলাল পুলিশ

ভোটের শেষলগ্নে রবীন্দ্র সরণির ভোটকেন্দ্রে তালা ঝোলাল পুলিশ। বহিরাগতদের তাণ্ডবের কারণে বন্ধ করা হল ভোটকেন্দ্র।

KMC Election Live: বিধাননগরে আসার পথে ‘আটক’ বিজেপি বিধায়ক

বিধাননগরে আসার পথে ‘আটক’ বিজেপি বিধায়ক, দ্বিতীয় হুগলি সেতুতে বিধায়কের গাড়ি আটকাল পুলিশ। ‘ভোট চলাকালীন বাইরের বিধায়ককে কলকাতায় প্রবেশ নয়, ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়’, কমিশনের নির্দেশের কথা বলে বিধায়কের গাড়ি আটকায় পুলিশ।

KMC Election 2021 Live: এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

KMC Election 2021: এমএলএ হস্টেলের গেটে তালা, ভিতরে আটকে ৮ বিজেপি বিধায়ক

এমএলএ হস্টেলের গেটে তালা, ভিতরে আটকে ৮ বিজেপি বিধায়ক। ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির।

KMC Election 2021: জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা

বিজেপি বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ, জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা।

KMC Election 2021: শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ

সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ।

KMC Election 2021: সিঁথিতে ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান গৃহে বহিরাগত-জমায়েতের অভিযোগ

সিঁথিতে ২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান গৃহে বহিরাগত-জমায়েতের অভিযোগ। ‘ছাপ্পা ভোটের উদ্দেশ্যেই বহিরাগত জমায়েত করছে তৃণমূল’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম প্রার্থীর।

KMC Election 2021: বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়িতে হামলা

খিদিরপুর এলাকায় ৭৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের গাড়িতে হামলা।

KMC Election 2021 Live : অশান্তিতে তৃণমূলের কেউ জড়িত থাকার প্রমাণ দিলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা, আশ্বাস অভিষেকের

কোনও অশান্তির ফুটেজ হাতে থাকলে সামনে আনুন। তৃণমূলের কেউ জড়িত আছে প্রমাণ হলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা, আশ্বাস অভিষেকের।

KMC Election 2021: দুপুর পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার,এখনও পর্যন্ত বড় কোনও ঘটনার খবর নেই, জানাল কলকাতা পুলিশ

সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,‘হেয়ার স্ট্রিটে জৈন স্কুলে দুই প্রার্থীর মধ্যে বচসা। এই ঘটনাতেও গ্রেফতার করা হয়েছে।
ভোটদান কোথাও বন্ধ হয়নি। শ্যামপুকুরে বুথে উত্তেজনা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।নির্বাচন মিশনের থেকেও কিছু অভিযোগ এসেছে। এখনও পর্যন্ত বড় কোনও ঘটনার খবর নেই।ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে’

KMC Election 2021 Live : বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা,ভাঙা হয় ইভিএম

বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। পুলিশকে ঠেলে বুথে ঢোকে বহিরাগতরা। ভাঙা হয় ইভিএম। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল ছাপ্পা ভোট। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকান তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়ালের অনুগামীরা। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ।

KMC Election 2021: ভোট লুঠের অভিযোগে সিঁথি থানার সামনে অবস্থান বিক্ষোভ সিপিএম প্রার্থীর

ভোট লুঠের অভিযোগে সিঁথি থানার সামনে অবস্থান বিক্ষোভ ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকারের। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

KMC Election 2021 Live : ছাপ্পা ভোটে মদতের অভিযোগে বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা

বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। বিজেপি প্রার্থী বিজয় ওঝার বিরুদ্ধে ছাপ্পা ভোটে মদত দেওয়ার অভিযোগ তৃণমূলের। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, পুলিশকে নিয়ে বুথের ভিতর ঢুকে গন্ডগোল পাকান তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়াল। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ। 

KMC Election 2021: দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ

কলকাতা পুরভোটে দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ

KMC Election 2021 Live : সিপিএম প্রার্থীর এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে বেলেঘাটা থানা ঘেরাও

বেলেঘাটায় ৩৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী মনীষা বিশ্বাসের এজেন্টের মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। প্রতিবাদে বেলেঘাটা থানা ঘেরাও করেন বাম কর্মী, সমর্থকরা। 

KMC Election 2021: তৃণমূল কর্মীদের জমায়েত দেখলে সরালেন প্রার্থী তারক সিং, বামেদের ক্যাম্প অফিসে গিয়ে দিলেন আশ্বাস

ভোটের দিন পথে নামলেন ১১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তারক সিং। কোথাও তৃণমূল কর্মীদের জমায়েত দেখলে নিজেই সরালেন প্রার্থী। বামেদের ক্যাম্প অফিসে গিয়ে আশ্বাস, তৃণমূল কর্মীরা বাধা দিলে তাঁকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

KMC Election 2021 Live : জোড়াবাগানে ২২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সন্দেহে যুবককে মারধর

জোড়াবাগানে ২২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সন্দেহে যুবককে মারধর। অভিযোগ, সন্দেহজনকভাবে মহেশ্বরী বিদ্যালয়ের বুথের সামনে ঘোরাঘুরি করছিলেন যুবক। সন্দেহ হওয়ায় ধাওয়া করেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ধাক্কা মেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন যুবক। শেষপর্যন্ত ধরা পড়ে যান। নিজেকে লিলুয়ার বাসিন্দা বলে পরিচয় দেন যুবক।

KMC Election 2021: কলকাতা পুরভোটে বেনিয়মের অভিযোগে দুপুর ১ থেকে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

দুপুর ১ থেকে রাজ্যের সর্বত্র বিজেপির বিক্ষোভ কর্মসূচি।কলকাতা পুরভোটে বেনিয়মের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি।‘ভোটের নামে প্রহসন তৃণমূল, পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের’,অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

KMC Election 2021 Live : অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে বড়তলা থানায় বিক্ষোভ বাম ও কংগ্রেস কর্মীদের

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে বড়তলা থানায় বিক্ষোভ ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাম ও কংগ্রেস কর্মীদের। 

KMC Election 2021: ব্রেবোর্ন রোডে কংগ্রেস এজেন্টদের মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ

ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস এজেন্টদের মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের

KMC Election 2021 Live : তৃণমূলের ঝান্ডা লাগানো অটোয় করে ভোটারদের বুথে আনার অভিযোগ

বড়িশা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের ঝান্ডা লাগানো অটোয় করে ভোটারদের বুথে আনার অভিযোগ ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। অভিযোগ ওড়ালেন তৃণমূল প্রার্থী রাজীবকুমার দাস।

KMC Election 2021: এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ, বাঘাযতীনে অবরোধ বাম দলগুলির

বাঘাযতীনে অবরোধ বাম দলগুলির। ভোটে কারচুপি ও বাম প্রার্থীদের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে অবরোধ।

KMC Election 2021 Live : শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজি, জখম ১

শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজি। এই ঘটনায় জখম হয়েছেন একজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

KMC Election 2021: সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে বুথে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ

বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে বুথে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

KMC Election 2021 Live : ৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।

KMC Election 2021: ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধর, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ

জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে উত্তেজনা ছড়ায়। জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।

KMC Election 2021 Live : ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে অনুসরণ করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে

নিউ আলিপুরের চারু অ্যাভিনিউয়ে ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে অনুসরণ করার অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন নির্দল প্রার্থী, অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর।

KMC Election 2021: ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নারকেলডাঙায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গিরিশকুমার শুক্লাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।  

KMC Election 2021 Live : ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের

পোস্তায় ২২ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। প্রশ্নের মুখে দৌড়ে পালায় ২ জন। 

KMC Election 2021: তালতলা এলাকায় পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি

তালতলা এলাকায় ৫৩ নম্বর ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের। ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ তৃণমূলের।

KMC Election 2021 Live : বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি

বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের সামনে বোমাবাজি। পরপর দুটি বোমা পড়ে। বিকট আওয়াজে দিশেহারা হয়ে পড়েন ভোটাররা

KMC Election 2021: মানিকতলায় বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মানিকতলায় ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি হাসপাতালের ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। 

KMC Election 2021 Live : গাঙ্গুলিবাগানে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বাম প্রার্থীর

গাঙ্গুলিবাগানে ১০১ নম্বর ওয়ার্ডে কলতান কমিউনিটি সেন্টারে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সিপিএম প্রার্থী অতনু চট্টোপাধ্যায়ের। এজেন্টদেরও বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।  

KMC Election 2021: কসবা বোসপুকুর এলাকায় সিপিএম এজেন্টকে বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কসবা বোসপুকুর এলাকায় ৬৭ নম্বর ওয়ার্ডে সিপিএম এজেন্টের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টের বাড়ি যান সিপিএম প্রার্থী দীপু দাস। নিষ্ক্রিয় পুলিশ, দাবি বাম প্রার্থীর। 

KMC Election 2021 Live : উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উল্টোডাঙায় ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী বিরতি দত্তকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের।

KMC Election 2021: মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ

মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ৬টি বুথে দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস ও নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশের সামনেই বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

KMC Election 2021 Live : সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার 4.37 শতাংশ

কলকাতা পুরভোটে সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার 4.37 শতাংশ

KMC Election 2021: ১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

১০১ নম্বর ওয়ার্ডে কেন্দুয়া গার্লস হাইস্কুলে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রিপোর্ট চাইল কমিশন।

KMC Election 2021 Live : জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ

জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। 

KMC Election 2021: বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ

কলকাতা পুরভোটে   বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। পর চারটি বোমা পড়ে বলে অভিযোগ। তৃণমূলের ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ। 

KMC Election 2021 Live :রামগড় এলাকার বিভিন্ন বুথে বাম ও বিজেপির এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ

১০০ নম্বর ওয়ার্ডে রামগড় এলাকার বিভিন্ন বুথে বাম ও বিজেপির এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।

KMC Election 2021: ১০২, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

১০২, ১০৯, ১১০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে বাম এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের তরফে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের। 

KMC Election 2021 Live : শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা

শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর হয়ে কথা বলতে যাওয়ায় বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি।

KMC Election 2021 Live : শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা

শ্যামবাজারে ৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর হয়ে কথা বলতে যাওয়ায় বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-র সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। শাসকদলের প্রতিক্রিয়া মেলেনি।

KMC Election 2021: টি বোর্ডের সামনে উত্তেজনা, কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি

৪৫ নম্বর ওয়ার্ডে টি বোর্ডের সামনে উত্তেজনা। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেসের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট দেওয়ানো হচ্ছে। ভুয়ো ভোটার ধরে ফেলার দাবি কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের। অভিযোগ ওড়াল তৃণমূল।

KMC Election 2021 Live : ক্রিস্টোফার রোডে ৫৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দন দাসকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ক্রিস্টোফার রোডে ৫৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দন দাসকে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, সিসি ক্যামেরা বিকল খবর পেয়ে বুথে ঢুকতে গেলে ধাক্কাধাক্কি করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী সন্দীপন সাহার।  

KMC Election 2021: ১০ নম্বর ওয়ার্ডে শ্যামবাজারের মণীন্দ্র কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ

১০ নম্বর ওয়ার্ডে শ্যামবাজারের মণীন্দ্র কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী করুণা সেনগুপ্ত পৌঁছলে তৃণমূল কর্মীদের বচসা। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। 

KMC Election 2021 Live : বেলগাছিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ

বেলগাছিয়ায় ৫ নম্বর ওয়ার্ডে কুমুদিনী বিদ্যাপীঠে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথের বাইরে বিজেপি প্রার্থী শ্রীরাম যাদবের সঙ্গে তৃণমূল প্রার্থী তরুণ সাহার বচসা। লোক নেই, তাই এজেন্ট বসাতে পারেনি, দাবি তৃণমূল প্রার্থীর। 

KMC Election 2021: চেতলায় বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে

চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। সিপিআই প্রার্থী পারমিতা দাশগুপ্তর অভিযোগ, বুথের বাসিন্দাকে এজেন্ট হিসেবে বসাতে হবে, এই টেকনিক্যাল কারণ দেখিয়ে বাধা দেন প্রিসাইডিং অফিসার। প্রতিক্রিয়া মেলেনি প্রিসাইডিং অফিসারের।

KMC Election 2021 Live : চেতলায় বুথের সামনে থেকে পুলিশের নির্দেশে ফিরহাদের ছবি সরালেন তৃণমূল কর্মীরা

চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে বুথের সামনে ফিরহাদ হাকিমের ছবি। পুলিশের নির্দেশে ছবি সরালেন তৃণমূল কর্মীরা। 

KMC Election 2021: গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে বুথে বসতে 'বাধা', এলেন প্রার্থী

১১০ নম্বর ওয়ার্ডে গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে হুমকি, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে সিপিএম প্রার্থী তনুশ্রী মণ্ডল এসে এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে যান। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

KMC Election 2021 Live : ভোট শুরুর আগেই ৩৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ

ভোট শুরুর আগেই ৩৬ নম্বর ওয়ার্ডে শিয়ালদায় টাকি স্কুলের কাছে উত্তেজনা। কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  ভিডিও প্রকাশ করে কংগ্রেসের দাবি, বুথের বাইরে লাঠি হাতে দাঁড়িয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দৌড়ে ধাওয়া করেন কংগ্রেস প্রার্থী নন্দন ঘোষ। পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা।  প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।

KMC Election 2021: জোড়াসাঁকোয় ৪৪ নম্বর ওয়ার্ডে একটি বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন

জোড়াসাঁকোয় ৪৪ নম্বর ওয়ার্ডে একটি বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে ৬টা নাগাদ জাকারিয়া স্ট্রিটের ওই গুদামে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন।

KMC Election 2021 Live : বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলে বুথের সিসি ক্যামেরা ঢেকে রাখার অভিযোগ বামেদের

বেলেঘাটায় ৩৬ নম্বর ওয়ার্ডে খন্না হাইস্কুলে বুথের সিসি ক্যামেরা ঢেকে রাখার অভিযোগ বামেদের। নির্বাচন কমিশনের দাবি, সিসি ক্যামেরা স্কুলের, তাই ঢেকে দেওয়া হয়েছে। 

KMC Election 2021: পুরভোটের নিরাপত্তায় হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ বিজেপি প্রার্থীর

পুরভোটের  (KMC Election 2021 ) নিরাপত্তায় হাইকোর্টের  নির্দেশ না মানার অভিযোগ। কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপেন্দ্রমণি ত্রিবেদীর অভিযোগ, তারাতলা সংলগ্ন গড়াগাছা এলাকার অধিকাংশ বুথেই নেই সিসি ক্যামেরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থীর। নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

KMC Election 2021 Live আজ কলকাতা পুরসভায় ভোট, শহরজুড়ে চলছে কড়া নজরদারি

আজ কলকাতা পুরসভায় ভোট। শহরজুড়ে চলছে কড়া নজরদারি। ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার। কমিশন সূত্রে খবর, ভোটের বিষয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে বলা হয়েছে পুলিশের দুই শীর্ষ কর্তাকে

KMC Election 2021: বিজেপির আর্জি খারিজ হয় আদালতে

কলকাতা পুরসভার ভোটে (KMC Election 2021 ) কেন্দ্রীয় বাহিনী নয় (central force), রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের। ‘পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী', বিজেপির আর্জি খারিজ করে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 

KMC Election 2021 Live: প্রশ্ন তুলছে বিরোধীরা, অবাধ ভোটের আশ্বাস তৃণমূলের

ভোট অবাধ ও সুষ্ঠ হবে তো? রাজ্য ও কলকাতা পুলিশ নিরপেক্ষভাবে ভোট করানোর সুযোগ পাবে তো? বিরোধী প্রার্থীদের ভয় দেখানো কিংবা অদৃশ্য সন্ত্রাস চলবে না তো? এরকমই নানা প্রশ্ন তুলছে বিরোধীরা। উল্টোদিকে তৃণমূল বারবার সুষ্ঠু ও অবাধ ভোটের পক্ষে সওয়াল করছে।

KMC Election 2021 Live: সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা

সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ভোটের দিন কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি হলে, প্রশাসনের তরফে জারি ১৯৫০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে সাধারণ মানুষ।

KMC Election 2021 Live: আজ থেকেই চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম

কাল পুরভোট। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের নিরাপত্তায় থাকছে ২৩ হাজার ৫০০ পুলিশ। আজ থেকেই চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

KMC Election 2021: ২৩ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী

ভোটের দিন ২৩ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। 

KMC Election 2021: বিজেপি নেতার হুঁশিয়ারি

কাল কলকাতা পুরভোট। তার আগে চড়ছে রাজনৈতিক পারদ। ভোট লুঠের আশঙ্কা করছে বিজেপি। এই পরিস্থিতিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের হুঁশিয়ারি, "৩ ঘণ্টা দেখব। ভোট লুঠ হলে ঘেরাও করব রাজ্য নির্বাচন কমিশন। ভোট লুঠ হলে সিটকে দিয়ে তদন্ত করাতে বলব।"

KMC Election 2021: কটা ওয়ার্ড থাকবে তৃণমূলের দখলে?

সমীক্ষক সংস্থা সি ভোটার বলছে, ১৪৪টি আসনের মধ্যে ১৩০টি ওয়ার্ড পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

KMC Election Live: কড়া বার্তা অভিষেকের

পুরভোট বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যাঁরা টিকিট পাননি, তাঁরা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

KMC Election Live: উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট বুথ ৪ হাজার ৯৫৯টি। এরমধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯।

KMC Election 2021 LIVE: ৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অন্বেষা

৪৮ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অন্বেষা দাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী! SFI’র কলকাতা জেলা কমিটির সদস্য অন্বেষার উপরই ভরসা করছে সিপিএম।

প্রেক্ষাপট

কলকাতা: সবুজ, গেরুয়া কিংবা লাল। সব দলেরই, লক্ষ্য এখন লাল, মানে ধর্মতলা চত্বরের ওই ছোট লালবাড়ি। কলকাতা পুরসভা। রাত পোহালেই পুরভোট। রবিবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে শহরবাসী।


কলকাতা পুরসভায় (KMC Election 2021) মোট ওয়ার্ড ১৪৪টি। আর ম্যাজিক ফিগার ৭৩। শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র‌্যালি, জমায়েত দেখলেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ কমিশনের (West Bengal State Election Commission)।


রবিবার পুরভোটের লাইনে দাঁড়াবে কলকাতাবাসী। শুক্রবার বিকেল থেকেই শহরে শুরু হয়েছে রুটমার্চ (Route March)। রাজ্য নির্বাচন কমিরাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধে থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি হয়েছে ১৪৪ ধারা। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস। কোনও ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। শহরে নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বাইক র‍্যালি। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন ২৩ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ভোটের দিন কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি হলে, প্রশাসনের তরফে জারি ১৯৫০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে সাধারণ মানুষ।


কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট বুথ ৪ হাজার ৯৫৯টি। এরমধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯।


কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Election) তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন একাধিক হেভিওয়েট নেতার আত্মীয়। এর মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভ্রাতৃবধূ থেকে শশী পাঁজা (Shashi Panja), চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattacharya) সন্তান। শান্তনু সেন (Shantanu Sen) প্রার্থীতালিকা থেকে বাদ গেলেও, তাঁর স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল (TMC)।


কলকাতা পুরভোটে Kolkata Municipal Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় চমক। টিকিট পেয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদের আত্মীয়রা। কারও ভ্রাতৃবধূ, কারও বোন, কারও ছেলে, কারও বা স্ত্রী। কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকায় জায়গা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কলকাতার বিদায়ী মেয়র পারিষদ তারক সিংহ, তাঁর ছেলে অমিত সিংহ এবং মেয়ে কৃষ্ণা সিংহ- তিনজনকেই ফের প্রার্থী করা হয়েছে।


বামেদের প্রার্থী (Left Candidates) তালিকায় রেড ভলান্টিয়ার (KMC Election Red Volunteers) রয়েছেন ৪৩ জন। এঁদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ২৭ এর মধ্যে। কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের CPM প্রার্থী উপনিতা পাণ্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তুলনামূলক সাহিত্যের স্নাতকোত্তরের ছাত্রী। এই SFI নেত্রীকে, প্রার্থী করেছে সিপিএম।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.