KMC Election 2021 Live: রাজভবন থেকে সরাসরি রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির প্রতিনিধি দল

Kolkata Municipal Election 2021 Live Updates: বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৬৩ শতাংশ। কলকাতা পুরভোটে ঝরল রক্ত। শিয়ালদা স্টেশনের কাছে টাকি স্কুলের সামনে বোমা ফেটে গুরুতর আহত ভোটার।

abp ananda Last Updated: 19 Dec 2021 08:34 PM

প্রেক্ষাপট

কলকাতা: সবুজ, গেরুয়া কিংবা লাল। সব দলেরই, লক্ষ্য এখন লাল, মানে ধর্মতলা চত্বরের ওই ছোট লালবাড়ি। কলকাতা পুরসভা। রাত পোহালেই পুরভোট। রবিবার কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে...More

KMC Election 2021 Live: এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা, কটাক্ষ মমতার

ভোট হয়েছে শান্তিপূর্ণ। সব বুথে এজেন্ট দিতে না পেরে নাটক করছে বিরোধীরা। কটাক্ষ তৃণমূল নেত্রীর।