কলকাতা : সবুজ, গেরুয়া কিংবা লাল। সব দলেরই, লক্ষ্য এখন লাল, মানে ধর্মতলা চত্বরের ওই ছোট লালবাড়ি। কলকাতা পুরসভা। আর মাত্র তিনটে দিন। তারপরই কলকাতা পুরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে দাঁড়াবে শহরবাসী। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ১৪ হাজার ৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে সমীক্ষা করেছেন সমীক্ষকরা। CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর প্লাস মাইনাস তিন শতাংশ থেকে প্লাস মাইনাস পাঁচ শতাংশ।


দেখে নেব ৭ ওয়ার্ড সম্বলিত ১২ নম্বর বরোতে কী হতে পারে ফলাফল-


বরো – ১২ (ওয়ার্ড – ৭)


কলকাতা পুরভোট – (২০১৫)


দল               প্রাপ্ত ওয়ার্ড


তৃণমূল           ৬


বিজেপি           0


বাম              ১


কংগ্রেস           0


অন্যান্য           0


2021-এর বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফল


দল               এগিয়ে


তৃণমূল           ৬


বিজেপি           ১


বাম              0


কংগ্রেস           0


অন্যান্য           0


কলকাতা পুরভোট – 2021 -C VOTER’এর সমীক্ষা


দল                        সম্ভাব্য প্রাপ্ত ওয়ার্ড


তৃণমূল                    ৭


বিজেপি                    0


বাম                       0


কংগ্রেস                    0


অন্যান্য                    0


C VOTER’এর সমীক্ষায় উঠে আসা সম্ভাব্য ভোট শতাংশ


দল                        সম্ভাব্য ভোট শতাংশ


তৃণমূল                    ৫২%


বিজেপি                   ২২%


বাম                       ১৫%


কংগ্রেস                    ১%


অন্যান্য                    ১০%                    


 


আরও পড়ুন- ৬ নম্বর বরোতে কোন দল পেতে পারে কটি ওয়ার্ড, কী বলছে সি ভোটারের সমীক্ষা