কলকাতা: রবিবার কলকাতার পুরভোট (Kolkata Municipal Election 2021)। তার আগে শুক্রবার বিকেল থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র‌্যালি, জমায়েত দেখলেই পুলিশকে পদক্ষেপের নির্দেশ কমিশনের (West Bengal State Election Commission)।


রবিবার পুরভোটের লাইনে দাঁড়াবে কলকাতাবাসী। তার আগে শুক্রবার বিকেল থেকেই শহরে শুরু রুটমার্চ (Route March)। এদিন শ্যামবাজারে (Shyambazar) রুট মার্চ করে কলকাতা পুলিশের র‍্যাফ। গড়িয়াহাটেও (Gariahat) এদিন রুটমার্চ করতে দেখা যায় পুলিশকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কলকাতায় মোট বুথ ৪ হাজার ৯৫৯টি। এরমধ্যে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯।


রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধে থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস। কোনও ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। শহরে নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চালাবে পুলিশ। সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বাইক র‍্যালি। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সীমান্ত সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন ২৩ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি। ভোটের দিন কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি হলে, প্রশাসনের তরফে জারি ১৯৫০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবে সাধারণ মানুষ।


রবিবার কলকাতায় পুরভোট। ভোট অবাধ ও সুষ্ঠ হবে তো? রাজ্য ও কলকাতা পুলিশ নিরপেক্ষভাবে ভোট করানোর সুযোগ পাবে তো? বিরোধী প্রার্থীদের ভয় দেখানো কিংবা অদৃশ্য সন্ত্রাস চলবে না তো? এরকমই নানা প্রশ্ন তুলছে বিরোধীরা। উল্টোদিকে তৃণমূল বারবার সুষ্ঠু ও অবাধ ভোটের পক্ষে সওয়াল করছে। 


আরও পড়ুন: KMC Election 2021: কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ