কলকাতা: ভোটের আগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।


কী অভিযোগ?
X হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, 'নিউটাউনে এসপি ডি আর সিংহের বাড়িতে বৈঠক করেছেন ২ বিজেপি নেতা। গ্রেফতার করার জন্য তৃণমূল নেতাদের নামের তালিকাও তুলে দেওয়া হয়েছে, এটা সত্যি না মিথ্যে?' কুণালের আরও অভিযোগ, 'ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে নোটিস জারি হয়েছে, কালও আরও নোটিস যাবে। নিজাম প্যালেসেও আধিকারিকদের সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেছেন বিজেপির এক নেতা, এটা সত্যি না মিথ্যে?।' তাঁর প্রশ্ন, 'বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ?' এনআইএ-কে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের।


 






এতদিন তৃণমূল বারবার অভিযোগ করেছে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এবার আধিকারিকের নাম ধরে অভিযোগ করল তৃণমূল। সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ অভিযোগ করেন, 'NIA-এর একজন এসপি, তিনি আইপিএস নন, দায়িত্বে এসপি। তাঁর বাড়িতে বিজেপির ২ নেতা বৈঠক করেছেন। সুখবৃষ্টি আবাসনের কাছাকাছি বাড়ি ওই আধিকারিকের। পরপর ২টি বৈঠক হয়। কেন ভোটের আগে এনআইএ-এর অফিসার বিজেপি নেতার সঙ্গে দুই দফায় বৈঠক করবেন। সেখানে যে দুইজন গিয়েছিলেন দুইজনেই প্রার্থী। আর এক নেতা নিজাম প্যালেসে তাঁর সঙ্গে বৈঠক করেছেন। যিনি নিজাম প্যালেসে দেখা করেছেন তিনি প্রার্থী নন।' তাঁর আরও অভিযোগ, 'আগামীকাল এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায়। পর্যায়ক্রমে কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরাতে চাইছে। ওই তৃণমূল কর্মীদের তুলে এনে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ।' কীভাবে তিনি এই খবর দিচ্ছেন, সেটাও খোলসা করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, 'এনআইএ-এর একটি অংশ এই রাজনৈতিক লেঠেলের ভূমিকায় অংশ নিতে চান না। তাঁরাই এই খবর দিয়েছেন।'


বিজেপি নেতা সজল ঘোষের দাবি, 'আমরা তথ্য দিলেই কি গ্রেফতার হচ্ছে নাকি। আগে তো তদন্ত হবে, সেই তথ্য ঠিক কিনা। তাছাড়া, নির্বাচনের আগে কি কেউ এনআইএ কাউকে গ্রেফতার করতে পারে? উনি আসলে জ্যোতিষী হয়ে গিয়েছেন। কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে। আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে।'


সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'কুণালবাবু যে অভিযোগ করেছেন। তার মানে উনি ব্যক্তিগত ভাবে জানেন যে লিস্ট আছে এনআইএ-এর। কারণ ওঁদের দলের সঙ্গে বিজেপির একটি অংশের ভাল যোগাযোগ রয়েছে। তাই জেনেবুঝেই কুণালবাবু এই অভিযোগ করেছেন। তাহলে কুণালবাবুকেই জিজ্ঞাসাবাদ করে এর তদন্ত হওয়া উচিত। এটা তো মারাত্মক অভিযোগ।'



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট আছে ? ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ